X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুকের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৫:০৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:৪৯

ফারুক হাসান নাশকতার মামলায় আটক কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে শুনানি শেষে তিনি এ আদেশ দেন।

এর আগে শনিবার দুই দিনের রিমান্ড শেষে ফারুকসহ তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এদিকে, ফারুকের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জাহিদুর রহমান।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল রাত ১টার দিকে সহস্রাধিক বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করেন। তারা মূল গেট ভেঙে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে পড়েন। রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ দিয়ে তারা ভিসির বাড়ির ভেতর তাণ্ডব চালায়। এছাড়া পুলিশের কাজে বাধা দেয়। রাস্তায় জনসংযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে উসকানিমূলক বিবৃতি দিয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতিসাধন করে। এসব ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে দুটি মামলা করেন।

/টিএইচ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান