X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার বিচারাধীন মামলা নিয়ে সরকারপ্রধানকে মন্তব্য না করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৬:২৯আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৭:৩১

 

শেখ হাসিনা ও খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। খালেদা জিয়ার এই আইনজীবী অভিযোগ করে বলেন, সরকারপ্রধান সাব-জুডিস (বিচারাধীন) বিষয় নিয়ে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছেন। এতে বিচার ব্যবস্থায় প্রভাব পড়ে। তাই আদালতের ওপর প্রভাব পড়ে এমন বক্তব্য না দেওয়ার অনুরোধ জানান তিনি।

রবিবার (১৫ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন এ অনুরোধ জানান।

জয়নুল আবেদীন বলেন, ‘যে মামলায় খালেদা জিয়াকে আটক রেখেছে, সে মামলায় আপিল বিভাগ থেকে জামিন পাওয়া সত্ত্বেও একের পর এক রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাবাস দীর্ঘায়িত করা হচ্ছে।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় জেলখানায় আটকে রেখে তিলে তিলে মেরে ফেলতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
কয়েক দিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন দাবি করে জয়নুল আবেদীন বলেন, ‘একদিকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, অন্যদিকে তার সঙ্গে কাউকে দেখা করতেও দেওয়া হচ্ছে না। গতকাল শনিবার তার বড় বোন দেখা করতে গেলেও অসুস্থতার কারণে খালেদা জিয়া তার সঙ্গে দেখা করতে পারেননি। এতেই মনে হচ্ছে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়।’

বিএনপিপন্থী এই আইনজীবী বলেন, ‘এ অবস্থায় আমরা সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে নির্লিপ্ত থাকতে পারি না। দেশ এবং জাতির প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এ সমিতি অতীতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং সংবিধান সমুন্নত রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছে। তাই আজকেও আমরা সরকারকে অনুরোধ করবো একজন নাগরিক তিনি যেই হোক না কেন, সংবিধান অনুযায়ী তার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।’
সংবাদ সম্মেলনে সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান, সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সম্পাদক নাসরিন আকতার, কাজী জয়নুল আবেদীনসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

/বিআই/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া