X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তিন ব্যক্তির পেট থেকে বের হলো প্রায় ২ হাজার পিস ইয়াবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ২৩:৩৫আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২৩:৪০






গ্রেফতার তিনজন রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার তিন ব্যক্তির পেট থেকে এক হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার তিনজন আগেও ইয়াবার চালান এভাবে পেটে করে নিয়ে এসেছে বলে স্বীকার করেছে। শনিবার (১৪ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ডিবি পুলিশ রোহিঙ্গা শিশুসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছিল, তারাও পেটে করে ইয়াবা নিয়ে রাজধানীতে এসেছিল।
শনিবার গ্রেফতার করা তিনজন হলো মো. আসাদ (২৪), মো. শুকুর আলী (২১) এবং মো. শফিকুল ইসলাম ওরফে শফিক (২১)।
র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেন, ‘এই তিনজন ইয়াবা বহনকারী হিসেবে কাজ করে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা পায়ুপথ দিয়ে ইয়াবা পেটের ভেতরে নিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। মহাখালী কলেরা হাসপাতালের ফটকে তারা ইয়াবা নিয়ে এক ব্যক্তির কাছে সরবরাহ করার জন্য অপেক্ষা করছিল। তখন আমাদের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে। তবে প্রথমে তারা তাদের কাছে থাকা ইয়াবার বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে জেরার মুখে তারা তাদের পেটের ভেতরে বহন করা ইয়াবার কথা জানায়। এরপর তাদের ক্যাম্পে নিয়ে এসে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।’
গ্রেফতার মো. আসাদের গ্রামের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়। তার বাবার নাম আনছার আলী। মো. শুকুর আলী ও মো. শফিকুল ইসলাম ওরফে শফিকের গ্রামের বাড়ি শেরপুরের নলবাইদকান্দা পাড়া এলাকায়। তারা টাকার বিনিময়ে চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে আসে বলেও জানান র্যা বের কর্মকর্তারা।
র‌্যাব-১ জানায়, তিনজনের পেট থেকে এক হাজার ৮২০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিশেষ কায়দায় মাদক ব্যবসায়ীরা ইয়াবাগুলো পেটে নিয়ে থাকে। এর বর্ণনাও দিয়েছে তারা।
র‌্যাব কর্মকর্তারা জানান, তারা ইয়াবা ট্যাবলেটগুলো ভালোভাবে স্কচটেপ দিয়ে পেচিয়ে সাধারণ তেল/লুম্ব্রিকেটিং জেল দিয়ে পিচ্ছিল করে পায়ু পথে পেটে নেয়। এর আগেও একাধিক বার মুখ দিয়ে গিলে তারা ইয়াবার চালান ঢাকায় সরবরাহ করেছে বলে জানিয়েছে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তারা এই পন্থা অবলম্বন করে থাকে। ঢাকায় সজিব নামে এক ব্যক্তির কাছে তারা এগুলো সরবরাহ করতে চেয়েছিল। সজীবকে গ্রেফতারের চেষ্টা চলছে।
র‌্যাব-১-এর অধিনায়ক সরোয়ার বিন কাশেম বলেন, ‘তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কক্সবাজার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির নিকট হতে তারা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।’
এর আগে গত ২৭ মে রাজধানীর উত্তরা থেকে এক রোহিঙ্গা শিশুসহ তিনজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা বিশেষ কায়দায় ইয়াবা গিলে তা পেটে করে ঢাকায় এসেছিল। তারা কারাগারে রয়েছে।

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!