X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বেহাল দশায় ক্যান্সার হাসপাতালের জরুরি বিভাগ

তাসকিনা ইয়াসমিন
১৭ জুলাই ২০১৮, ০৭:৫৯আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৬:৫৭

রাজধানীর মহাখালিতে ক্যান্সার হাসপাতাল অসংক্রামক রোগ ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দেশে দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এই রোগের চিকিৎসায় কতটা এগিয়েছে বাংলাদেশ? রাজধানীর মহাখালীতে অবস্থিত দেশে এ রোগের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে এর কিছুটা চিত্র পাওয়া গেছে। রোগীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগসহ হাসপাতালটিতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দৃশ্যমান হয়। চোখে পড়ে অপরিচ্ছন্নতা আর জরুরি বিভাগের বেহাল দশা।


সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের অবস্থা খুবই খরাপ। নারী অবজারভেশন রুমে মাত্র একজন রোগীকে বেডে রেখে রক্ত দেওয়া হচ্ছে। বেডগুলোর মাত্র একটিতে একজন রোগী বিশ্রাম নিচ্ছেন। বাকি বেডগুলো ফাঁকা। দেখা যায়, যেসব রোগী এখানে চিকিৎসা নিতে এসেছেন তারা আর্থিকভাবে অস্বচ্ছল। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে শুপারিশ করা রোগীরা এসেছেন। তাদের বেশিরভাগের অক্ষরজ্ঞান খুবই কম। হাসপাতালে কিভাবে টিকিট কাটতে হয়, কোথায় যেতে হয় এর কিছুই বোঝেন না। তারা জরুরি বিভাগ কি জিনিস সেটাও ঠিকমতো জানেন না। ক্যান্সার হাসপাতালে এক রোগীকে নিয়ে দাঁড়িয়ে আছেন তার স্বজন

নীলফামারী থেকে মা আয়েশা বেগমকে (৬৬) নিয়ে এসেছেন ছেলে আজমল হোসেন (৩২)। আজমল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানকার চিকিৎসা ভালো। তবে পদে পদে টাকা দিতে হয়। রোগীদের সঙ্গে হাসপাতালের লোকেরা অনেক খারাপ ব্যবহার করেন। ট্রলি নেওয়া থেকে শুরু করে সবখানেই বাড়তি টাকা দেওয়া লাগে। এখান থেকে চলে যাচ্ছি। এর থেকে বাড়ি থাকাই ভাল।’

মোহাম্মদ মনিরুজ্জামান (৪০) ক্যান্সার আক্রান্ত মা সুফিয়া খাতুনকে (৫৬) চিকিৎসা ফলোআপে এনেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানকার সিস্টেম খুবই খারাপ। এখানে জরুরি বিভাগের অবস্থা বেশি খারাপ। সবখানে ঘুষ আর দুর্নীতি ছাড়া কোনও কাজ হয় না। একটা রোগী ভর্তির জন্য দিনের পর দিন ঘুরতে হয়। মাকে টানা তিন দিন চেষ্টা করেও ভর্তি করতে না পেরে হাসপাতালের লোক ধরে ভর্তি করেছি।’

ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালটি হলেও এটির অবস্থা মোটেই ভাল নয়। এখানে পুরো হাসপাতাল জুড়ে অপরিচ্ছন্নতার ছাপ। ২০০৯ সালের ১১ আগস্ট ৫২০ শয্যা বিশিষ্ট এনআইসিআরএইচ মহাখালীতে যাত্রা শুরু করে। ৯টি ওয়ার্ড ও ৩০টি কেবিনে রোগীদের সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

ক্যান্সার হাসপাতালে আসা-যাওয়া করছেন রোগী ও স্বজনেরা নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালটির একজন চিকিৎসক বলেন, ‘শুধু এই হাসপাতাল নয়, দেশের সব সরকারি হাসপাতালেই রোগীকে পদে পদে অর্থ দিতে হয়। অর্থ ছাড়া সরকারি হাসপাতালে সেবা পাওয়া খুব কঠিন। ক্যান্সার রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসেন তারা বেশিরভাগই নিঃস্ব হওয়ার পরে আসেন। ফলে, তারা সুচিকিৎসা নিশ্চিত করতে পারেন না। ক্যান্সার সারে না, এখন বিষয়টি আর এমন নেই। তারপরও দেখা যায়,ক্যান্সারের দোহাই দিয়ে রোগী মারা যাচ্ছে।’ তিনি বলেন, ‘ক্যান্সার রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে চাইলে অবশ্যই ক্যান্সার রোগীর জন্য বীমার ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে বীমার ব্যবস্থা করতে পারলে রোগী বিনা চিকিৎসায় মারা যাবে না।’

ওই চিকিৎসক আরও বলেন, ‘এখান থেকে অন্য হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার হার খুব বেশি। দেখা যায় ,জরুরি বিভাগে ঢোকার আগেই দালাল রোগীকে বলতে শুরু করেন, এখানকার চিকিৎসা ভালো না। এখানকার চিকিৎসকরাই বেসরকারি হাসপাতালে অনেক অর্থের বিনিময়ে রোগীর ভালো চিকিৎসা করান। রোগীরা বোঝেন না, অন্য জায়গায় যান এবং শেষ পর্যন্ত চিকিৎসা নিতে ব্যর্থ হন।’

ক্যান্সার হাসপাতালের কাউন্টর থেকে টিকিট নেওয়া ও টাকা জমা দিতে ব্যস্ত রোগীরা স্বজনেরা হাসপাতালের কনসালট্যান্ট (জরুরি বিভাগ) ডা. মো. আহসান হাবিব মুকুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হাসপাতালের জরুরি বিভাগের সক্ষমতা রয়েছে। জরুরি বিভাগে যা আছে তা পর্যাপ্তই মনে হয়। হয়ত আরও একটু আপগ্রেড হলে ভাল হয়। আমাদের এখানে ২৪ ঘন্টা চিকিৎসক থাকেন। দিনে গড়ে ৩০-৩৫ জন রোগী আসেন। কিছু রোগী আউটডোরে আসেন। হয়ত দিনে দেখাতে পারেন না। তখন তারা জরুরি বিভাগে ভর্তি হন। এর পরদিন দেখান। আমাদের এখানে বেড আছে ২০টি। নারী ও পুরুষের জন্য আলাদা বেড আছে। জরুরি বিভাগে আমরা আউটডোর ভিত্তিতে ছোটখাট অস্ত্রোপচার করি। কোনও রোগীর পানি জমে গেলে তা বের করি। এখন আমরা এখানে ছয়জন চিকিৎসক আছি। এখন রোগীর চাপ সেই তুলনায় পর্যাপ্ত। কারণ দুজন করে রোস্টারে ডিউটি দিতে পারছি।’

আহসান হাবিব মুকুল আরও বলেন, ‘একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে যা যা থাকা দরকার তার সবই আমাদের এখানে আছে। আমরা আমাদের রোগীর সব রকম চিকিৎসা দিতে পারছি।’

 

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা