X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আবার হাসপাতালে তোফা-তহুরা

তাসকিনা ইয়াসমিন ও আমিনুল ইসলাম বাবু
১৮ জুলাই ২০১৮, ০৭:৫৫আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৪:৫২

 

মা-বাবার সঙ্গে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া দুই বোন তোফা ও তহুরা অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু তোফা ও তহুরাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ জুলাই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তোফা ও তহুরার মা শাহিদা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য ওদের হাসপাতালে আনা হয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ওদের আবার অস্ত্রোপচার করা হতে পারে।’

তিনি বলেন, ‘হাসপাতালের ৬০ নম্বর কেবিনে ভর্তি আছে তোফা ও তহুরা। ওরা দু’জন এখন ভালো আছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করে। সবকিছু ঠিকমতোই করতে পারে।’

শাহিদা বেগম বলেন, ‘ম্যাডাম (চিকিৎসক) বলেছেন, আবার অস্ত্রোপচার করবেন। তাই হাসপাতালে ভর্তি করেছি।পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে। বোর্ড বসে সিদ্ধান্ত নেওয়ার পর অস্ত্রোপচার হবে। ওদের যেসব পরীক্ষা ম্যাডাম করতে দিয়েছিলেন সেই পরীক্ষা করা হয়ে গেছে। কিন্তু রিপোর্টগুলো এখনও হাতে আসেনি।’

তোফা ও তহুরার  বাবা রাজু মিয়া বলেন,  ‘আমার মেয়েদের রক্তসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই আবার অস্ত্রোপচার করা হবে।’

তোফা ও তহুরার চিকিৎসক ও ঢাকা মেডিক্যাল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শাহনুর ইসলাম বলেন, ‘ওদের নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে আনা হয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ওদের আবার অস্ত্রোপচার করা হতে পারে।’  তিনি বলেন,  ‘তোফা ও তহুরার নির্দিষ্ট পায়খানার রাস্তাটি তৈরি  করা হতে পারে। পরে বিকল্প পায়খানার রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে।’

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গত বছরের ১ আগস্ট তোফা ও তহুরার অস্ত্রোপচার করা হয়। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানার বাড়িতে কোমরে জোড়ালাগা অবস্থায় তোফা-তহুরার জন্ম হয়। এরপর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ঢামেকের প্রায় ২২ জন চিকিৎসক অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দু’বোনকে আলাদা করতে সক্ষম হন। তোফা ও তহুরার চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে বহন করা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

 

 

 

 

/এআইবি/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!