X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসকদের হয়রানি না করতে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৬:৫১

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ)

চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের হয়রানি না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি থেকে পাঠানো এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।

গণমাধ্যমে মঙ্গলবার পাঠানো ও বিপিএ’র মহাসচিব অধ্যাপক এম একে আজাদ চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ৩০ জুন চট্টগ্রামের ম্যাক্স হাসাপাতালে শিশু রাইফার চিকিৎসাধীন অবস্থায় আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) এর সকল সদস্য গভীরভাবে মর্মাহত। বিপিএ এর সদস্যরা শিশু রাইফার অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। রাইফার মৃত্যুর বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন, শিশু বিশেষজ্ঞ এবং সাংবাদিক প্রতিনিধি সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ভর্তিকালীন সময় হতে পরবর্তী যে চিকিৎসা দেওয়া হয়েছে তাতে রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপত্র ও ঔষধ প্রয়োগ যথাযথ ছিল বলে মতামত দেওয়া হয়েছে। এরপরও রাইফার চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিভিন্নভাবে হেনস্থা/হেয় প্রতিপন্ন করা হচ্ছে যা কাম্য নয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা জ্ঞাত হয়েছি যে, এই মৃত্যুর কারণ তদন্তের জন্য সংসদ কর্তৃক আইন দ্বারা সংবিধিবদ্ধ চিকিৎসা বিষয়ক রেগুলেটরি বডি ‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’ তদন্তের ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তে দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকগণকে হেনস্তা না করার জন্য বিপিএ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছে।’

বিবৃতিতে শিশু চিকিৎসা বিষয়ে বরাবরের মতো সরকারের নির্দেশনা অনুযায়ী সরকারকে সার্বিক সহযোগিতা করার ব্যাপারে বিপিএ অঙ্গীকারাবদ্ধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একইসঙ্গে এ দেশের সব শিশুর সুস্বাস্থ্য রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালনে বিপিএ’র সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞ।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!