X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ১৮:২২আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৯:০৬


রাশেদ খান (ফাইল ছবি)

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খানকে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ জুলাই) ১০ দিনের রিমান্ড শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।
এর আগে মুহাম্মাদ রাশেদকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান।
আদালতে রাশেদের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী জাহাঙ্গীর আলম, নুর উদ্দিন ও জাহিদুর রহমান। শুনানিতে আইনজীবীরা বলেন, রাশেদকে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে। চিকিৎসার জন্য হলেও তার জামিন প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জামিন পেলে পালাবেন না। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে রাশেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের (ভিসি) বাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় গত ৮ জুলাই পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
এর আগে, গত ১ জুলাই তথ্যপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। পরদিন ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাত ১টার দিকে সহস্রাধিক বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ও দেয়াল টপকে বাসায় ঢুকে পড়ে। তারা রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ দিয়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করে। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়। রাস্তায় জনসংযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে উস্কানিমূলক বিবৃতিতে দিয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি করে। ওই ঘটনায় শাহবাগ থানায় মামলাগুলো দায়ের করা হয়।

/টিএইচ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী