X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গ্রেফতার হইনি, প্রধানমন্ত্রীর কথায় আস্থা রাখুন: কোটা সংস্কার আন্দোলন নেতা তারেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ২০:৫৮আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২১:১৫


ফেসবুক লাইভে তারেক
নিখোঁজের চারদিন পর কোটা সংস্কার আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ফিরেছেন। তিনি তার বাবাকে সঙ্গে নিয়ে একটি সড়কে দাঁড়িয়ে ফেসবুক লাইভে এসে নিজের মানসিক অবস্থা হ-য-ব-র-ল বলে জানিয়ে বলেন, ‘আপনারা অতি উৎসাহী হবেন না। প্রধানমন্ত্রীর কথায় আস্থা রাখুন।’
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে তারেক রহমান তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। তিনি লাইভে এসে বলেন, ‘আমি গ্রেফতার হইনি বা সেরকম কিছু হয়নি। এই দেখুন আমি বাবার সঙ্গে আছি। আপনারা ভুল খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবেন না। লিফলেট, ব্যানার বানানোর জন্য গ্রেফতার করা হবে, রিমান্ড দেওয়া হবে এধরনের ঘটনা কিভাবে হয়? আমার বাবা-মা পরিবার সবাই দুশ্চিন্তা করতেছে। আমার বাবা-মাকে দিয়ে প্রেস ব্রিফিং করিয়ে এভাবে আমাকে বিপদে না ফেললেও পারেন। তড়িঘড়ি কোনও কিছুই ভালো না। সবাই ভালো থাকবেন।’
গত শনিবার ফকিরাপুলে সাদা পোশাকের লোক তাকে অনুসরণ করেছিল বলে তিনি দৌড়ে পালিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ওইদিন আমি ব্যানার ও লিফলেট বানানোর জন্য মালেক ম্যানশনে গিয়েছিলাম। তখন দেখলাম অনেকেই আমাকে ফলো করতেছে, তাই আমি মোবাইল রেখেই দৌড়ে পালিয়ে যাই। আমার মোবাইল ফোনটি অন্য একজনের কাছে ছিল। আমি কোনোভাবে আমার মোবাইলে অ্যাক্সেস নিয়ে আবার অনলাইনে আসলাম। আমার সিমগুলো এখনও তাদের কাছেই আছে। আমি অনেক অসুস্থ। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আবার ডাক্তারের কাছে যাবো। আমার মানসিক অবস্থা অনেকটা হ-য-ব-র-ল হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমি আছি ভয়ে-ভয়ে আর এদিকে প্রচার করা হচ্ছে আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। অতি উৎসাহী হয়ে আন্দোলনে বেশি বাড়াবাড়ি করা ভালো না। প্রধানমন্ত্রী কোটা সংস্কারে যেখানে আশ্বস্ত করেছেন, তিনি কমিটি করে দিয়েছেন। আপনারা তাতে বিশ্বাস রাখতে পারেন। বিশ্বাস রেখে সেই অনুযায়ী কাজ করতে পারেন। বিভিন্ন মহল এই নানা রকম অপচেষ্টা চালাচ্ছে, এই আন্দোলনে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। সেই বিষয়ে আপনারা নজর রাখবেন। এই কোটা সংস্কার আন্দোলনে কোনও রাজনৈতিক ইস্যু ছিল না। রাজনৈতিক ইস্যু বুকের ভেতরে রাখবেন না।’
এর আগে মঙ্গলবার সকালেও তিনি একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘কোটা সংস্কার আন্দোলনের সব নেতা-কর্মীকে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য মহৎ কিন্ত দয়া করে খেয়াল রাখবেন কেউ যেন এই আন্দোলন থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা না করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর করে দেওয়া কমিটির প্রতি আস্থা জ্ঞাপন করছি এবং আপনাদেরকেও আস্থা রাখতে বলছি। আরও অধিকতর আস্থার জন্য আপনাদেরকে সরকারের সঙ্গে বসার অনুরোধ করছি। আমি গ্রেফতার বা গুম হইনি। তবে আমি অনুমান করছি, আমাদের কোনও একজনের তথ্যেই সাদা পোশাকধারী লোকগুলো আমার পিছু নেয় এবং আমি নিরাপত্তা সংকটে পড়ি। আপনারা আমার বাবা-মাকে দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করিয়েছেন মহৎ উদ্দেশ্যে, কিন্তু তা আমার চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, আমি এখন কোথায় যাব..? আমি ভালো আছি, পরিবারের সঙ্গে আছি এবং দ্রুতই আমার বাবাসহ লাইভে এসে কথা বলবো।’    
তারেকের সন্ধান চেয়ে গত সোমবার (১৬ জুলাই) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলন করে তার বাবা মো. আব্দুল লতিফ এবং মা শাহানা বেগম।
সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, ‘গত ১৪ জুলাই তারেকের সঙ্গে শেষ কথা হয় আমার মেয়ের। সে ফোনে বলেছিল তাকে সাদা পোশাকে কেউ অনুসরণ করছে। এ কথার পর থেকে আমরা তার মোবাইল বন্ধ পাই। রবিবার দিবাগত রাতে শাহবাগ থানায় তারেকের মা জিডি করতে গেলে ডিউটি অফিসার জানান, তারা তদন্ত করে জিডি নেবেন।’
আব্দুল লতিফ আরও জানান, ‘তারেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছে। ছাত্রজীবনে সে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। ঢাকায় সে বিসিএসের জন্য কনফিডেন্স কোচিং সেন্টারে কোচিং করতে আসে। থাকতো বাড্ডায় বোনের বাসায়। আমি তাকে বলতাম চাকরি এমনিতেই হবে, আন্দোলন করা লাগবে না। সে আমাকে বোঝানোর চেষ্টা করতো। আমি বলতাম তোমার লেখাপড়া শেষ, এখন ক্যাম্পাসের দিকে যাওয়ার দরকার নেই। তবে মিছিল-মিটিং করো। কথা শুনতো না। আমি আমার ছেলের সন্ধান চাই। সে যদি অপরাধ করে থাকে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু তার খোঁজ চাই আমরা।’
তবে বুধবার তারেক ও তার বাবার মোবাইলে ফোন দিলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক