X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে বিএমডিসির চার সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ২১:১৫আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২১:১৬



রাফিদা খান রাইফা চট্টগ্রামে ভুল চিকিৎসায় রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। কমিটি গঠনের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. জাহেদুল হক বাসুনিয়া।
বিএমডিসির রেজিস্ট্রার বলেন, ‘আগামী ২৪ জুলাই বিএমডিসির চার সদস্যের তদন্ত কমিটি চট্টগ্রামে যাবে। কমিটির সদস্যরা রাইফার মা-বাবা, ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।’ তবে, তিনি তদন্ত কর্মকর্তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নাম বললে সবাই ফোন করে তথ্য জানতে চাইবেন। এতে তাদের তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি হবে।’
ডা. মো. জাহেদুল হক বাসুনিয়া বলেন, ‘গত ৮ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শিশু রাইফার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএমডিসি'কে নির্দেশ দেন।’
এদিকে, ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা সাংবাদিক রুবেল খান। মামলায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী, শিশু বিশেষজ্ঞ ডাক্তার বিধান রায় চৌধুরী, কর্তব্যরত ডাক্তার ডা. দেবাশিষ সেনগুপ্ত ও ডা. শুভ্রদেবকে আসামি করা হয়।
এর আগে গত ২৮ জুন বিকালে গলাব্যথার কারণে রাইফাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন রাতে তার মৃত্যু হয়। ওই সময় ভুল চিকিৎসায় রাইফার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার।

/টিওয়াই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!