X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিনের রায় আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ০৩:১৬আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৩:১৮

আদালত দুর্নীতির অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন দিয়ে জারি করা রুলের ওপর বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারণ রয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করবেন।

বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায় মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চত করেন। তিনি বলেন, ‘এর আগে গত ১০ জুলাই মামলাটিতে উভয়পক্ষের রুল শুনানি শেষ হয়। শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য ১৯ জুলাই দিন নির্ধারণ করা হয়। এর প্রেক্ষিত্রে মামলাটি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।  

এর আগে ২০১০ সালের ২৫ অক্টোবর জয়নুল আবেদীনকে সম্পদের তথ্য বিবরণী চেয়ে একটি নোটিশ দেয় দুদক। একই বছরের ৩ নভেম্বর তিনি এ বিষয়ে দুদকে তথ্য জমা দেন। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তারপরও একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মামলা না হলেও দুদক তাকে গ্রেফতার করতে পারে। এ পরিস্থিতিতে গ্রেফতারের আশঙ্কায় জয়নুল আবেদীন হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।

পরে ২০১৭ সালে জয়নুলের জামিনের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন জানায়। কিন্তু আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে জয়নুলের জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। সে অনুসারে দীর্ঘ এক বছর পর সে রুলের ওপর শুনানি গত ১০ জুলাই শেষ হয়। শুনানি শেষে মামলাটির রায়ের জন্য ১৭ জুলাই দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

 

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়