X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিনের রায় ২৩ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৬:২৬আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৬:৩৭




সুপ্রিম কোর্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে উচ্চ আদালতের দেওয়া আগাম জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে জয়নুল আবেদীনের আইনজীবীকে ব্যাখ্যা দিতে বলে মামলায় রায় ঘোষণার জন্য পুনরায় ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুলাই) রায় ঘোষণার দিন নির্ধারণ থাকলেও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জয়নুল আবেদীনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এছাড়া দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এর আগে গত ১০ জুলাই মামলাটিতে উভয়পক্ষের রুল শুনানি শেষ হয়। শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (১৭ জুলাই) দিন নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মামলাটি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) ৩ নম্বর ক্রমিকে রাখা ছিল। কিন্তু রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিন নেওয়া রুল খারিজের বিষয়ে কোনও রায় দেননি আদালত।
তবে আদালত সাবেক বিচারপতির আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছে জানতে চান, ‘মামলা ছাড়া আগাম জামিন হয়েছে, এমন নজির আছে কিনা? আদালতের প্রশ্নের জবাবে কোনও উত্তর দেননি ওই আইনজীবী।
দুদক আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, ‘তার ( সাবেক বিচারপতি জয়নুল আবেদীন) বিরুদ্ধে রেগুলার কোনো মামলা নেই। মামলা না থাকলে জামিন কীভাবে হয়?’
এ সময় ব্যারিস্টার মঈনুল হোসেন আদালতকে বলেন, ‘মামলা না থাকলে আগাম জামিনে আদালতের কোনও নজির আছে কিনা, তা খুঁজে দেখার জন্য সময় চাই।’
এরপর আদালত এ মামলায় সময় মঞ্জুর করে আগামী ২৩ জুলাই রায়ের জন্য পুনরায় দিন ধার্য করেন। ওই দিন মামলাটি রায়ের জন্য কার্যতালিকায় (কজলিস্ট) প্রথমে থাকবে বলে আদালত জানান।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে সাবেক এই বিচারপতিকে নোটিশ দেয় দুদক। পরে দুদকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ওই বছরের ২৫ জুলাই হাইকোর্টে একটি রিট করেন। রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। এরপর ২০১০ সালের ২৫ অক্টোবর বিচারপতি জয়নুল আবেদীনকে আরও একটি নোটিশ দেয় দুদক। পরে ওই বছরের ৩ নভেম্বর তিনি এ বিষয়ে দুদকে তথ্য জমা দেন। দীর্ঘদিন পরে ২০১৭ সালের জানুয়ারিতে তার কাছে তার সম্পদের ব্যাপারে ব্যাখ্যা চায় দুদক। এরপর তিনি ব্যাখ্যা দেন। ওই বছরের জুনে একটি পত্রিকায় ওই বিচারপতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তী সময়ে তিনি গ্রেফতার ও হয়রানির আশঙ্কা থেকে হাইকোর্টে জামিন আবেদন করেন।
এরপর ২০১৭ সালের ১০ জুলাই হাইকোর্ট তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিন দেন। একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেন। জারি করা ওই রুলের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করতে বলেন। আদেশ অনুযায়ী রুল শুনানি শুরু হয়।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন আরও ১২ বিজিপি সদস্য
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’