X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৯ কারণে দেশে ফিরছেন নারী শ্রমিকরা: শামীম আহমেদ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৮:৫৬আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৯:০০





শামীম আহমেদ চৌধুরী নয়টি কারণে নারী শ্রমিকরা দেশে ফিরছেন বলে জানিয়েছেন বায়রা’র সাবেক যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। তিনি বলেন, নারী শ্রমিকরা ফেরত আসছে নয়টি কারণে। কারণগুলো হলো হোম সিকনেস, ফুড হ্যাবিট, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম, ফিজিক্যালি নট ফিট, ওভার ওয়ার্কড, ওয়ার্ক ইন মেনি হাউজেস, ভারবাল অ্যাবিউস এবং ফিজিক্যাল অ্যাবিউস।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ফেরত আসছে নারী শ্রমিক’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ।
শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, ‘সবাই একই কারণে ফেরত আসেনি। বিভিন্ন কারণে ফেরত আসছে। এক লাখ ৯৫ হাজার কর্মী ভালো আছে। তাদের আর্থিক অবস্থান পরিবর্তন হয়েছে। আর ফেরত এসেছে পাঁচ হাজার। এখন চিন্তার বিষয়, আমরা কি এ কারণে পুরোপুরি মাইগ্রেশন বন্ধ করবো?’
তিনি বলেন, ‘প্রশ্ন হচ্ছে, কীভাবে আমরা নারীদের সুরক্ষা নিশ্চিত করবো। এখন পর্যন্ত কারও কোন শাস্তি হয়নি। অ্যাবিউজের মূল কারণ হচ্ছে ভাষা বুঝতে না পারা। কারণ, চারিদিকে সবাই অন্য ভাষায় কথা বলছে, কিন্তু সে বুঝতে পারছে না। এজন্য এক্ষেত্রে প্রশিক্ষণ না দিতে পারলে সমস্যা হবে। সৌদি আরবে কোনও মেয়ে বাইরে যেতে পারে না। এ কারণেও তাকে বাড়িতে থাকতে হচ্ছে। সমস্যা হচ্ছে সচেতনা।
শামীম আহমেদ চৌধুরী বলেন, ‘আমি গতকাল এসেছি সৌদি আরব থেকে। আমরা তাদের বলেছি আমাদের মা-বোনেরা কেন নির্যাতিত হচ্ছেন। এভাবে চলতে থাকলে মার্কেট থাকবে না।’
তিনি বলেন, ‘প্রতিদিন সাড়ে ৬০০ নারীকর্মী ইমিগ্রেশন হচ্ছে। সেখানে সৌদি আরবে অ্যাম্বাসি কতগুলো শেল্টার হোম করেছে। আমাদের জব আপগ্রেডেশনে যেতে হবে। হোটেল, মার্কেটসহ অন্যান্য কাজের জন্য পাঠাতে পারি। সৌদি আরবে খুবই কনজারভেটিভ জায়গা, সেখানে চাইলেই সব জায়গায় অ্যাকসেস পাওয়া যাবে না। আমরা প্রতিমাসে অতন্ত একবার খোঁজ নিতে পারি আমরাদের কর্মীরা কেমন আছে। এ কাজটি সরকারের পাশাপাশি যেসব এজেন্সি তাদের পাঠাচ্ছে তাদেরও করতে হবে।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন বৈঠকিতে আরও অংশ নিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসরাফিল আলম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম হেড শরিফুল হাসান,অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বোমসা) পরিচালক সুমাইয়া ইসলাম, সৌদি আরব ফেরত নারী শ্রমিক জেসমিন আক্তার এবং বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা