X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাতিরঝিল অপেরা হাউস: ঢাকাই সংস্কৃতির নতুন কেন্দ্র

এস এম আবরার আওসাফ, জহুরা আক্তার প্রিতু
১৯ জুলাই ২০১৮, ১৯:২২আপডেট : ২০ জুলাই ২০১৮, ১২:৫৭





হাতিরঝিল অপেরা হাউসের সম্ভাব্য নকশা হাতিরঝিল, একসময় আবর্জনা এখানে স্তূপ হয়ে থাকলেও বর্তমানে রাজধানীর শোভা বহুগুণে বাড়াচ্ছে এ জায়গাটি। আগে সেখানে অপরাধীচক্রের উৎপাতে যেতে পারতো না কেউ। আর এখন বিনোদনের খোঁজে নগরবাসী সময় কাটাতে সেখানেই ছুটে যান। ঢাকাবাসী ও পর্যটকদের জন্য এখন হাতিরঝিল অন্যতম আকর্ষণীয় স্থান। এবার সেখানে তৈরি হচ্ছে অপেরা হাউস, যার নাম হবে ‘ঢাকা অপেরা হাউস’। নগরবাসী এখানে পাবেন একটি কনসার্ট হল, থিয়েটার ও স্টুডিও।

পশ্চিম উলন ও সিদ্ধেশ্বরীর ২০ একর জায়গাজুড়ে এই অপেরা হাউস নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত সিডনি অপেরা হাউস থেকেই সরকার এই অনুপ্রেরণা পেয়েছে। তার আদলেই ঢাকা অপেরা হাউস গড়ে তোলার চেষ্টা করা হবে।

কনসার্ট, স্টুডিও ও থিয়েটার ছাড়াও সেখানে একটি মুক্তমঞ্চ, রেকর্ডিং স্টুডিও, গ্যালারি ও মেকআপ-রিহার্সাল কক্ষ থাকবে। এছাড়া, চলচ্চিত্রপ্রেমীদের থাকবে ফিল্ম সেন্টার। তরুণ শিল্পীদের জন্য থাকবে প্রশিক্ষণ কেন্দ্র।


দর্শনার্থীদের সুবিধার জন্য একটি শিশু কর্নার করার কথাও ভাবছেন ডিজাইনাররা। থাকবে একটি ফুডকোর্টও। এছাড়া থাকবে একটি সুভ্যেনিয়র শপ, যেখানে তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। বহুতলবিশিষ্ট এই অপেরা হাউসে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থার কথাও নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
এসব সুবিধা দেওয়ার জন্য ১০ একর জায়গার ওপর একটি নান্দনিক ভবন গড়ে তোলা হবে। আর বাকি জায়গাগুলো উন্মুক্ত থাকবে।
হাতিরঝিল প্রকল্পের কর্মকর্তা মেজর এএসএম সাদিক শাহরিয়ার ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে প্রস্তাবিত নকশায় অনুমোদন দিয়েছেন।’ তিনি বলেন, ‘জমিও পছন্দ করা হয়েছে। শুধু বুঝে নেওয়ার প্রক্রিয়ায় একটু সময় লাগছে।’
সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিখ্যাত সুইস আর্কিটেকচার ফার্ম হার্জোগ অ্যান্ড ডি মিরন ব্যাসেল লিমিটেড নকশা প্রণয়নকারী দলটির নেতৃত্ব দেবে। ব্যাসেলে নিউ হল এক্সিবিশন সেন্টার ও ফরাসি ফুটবল ক্লাব এফসি গিরোনস স্টেডিয়ামের নকশা করেছে তারা।
শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী জানান, তিনি ফার্মটির তিনজন প্রধান স্থপতির সঙ্গে কথা বলেছেন। অপেরা হাউস নির্মাণে খরচ হবে ছয় হাজার ১২৪ কোটি টাকা। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত এর কাজ চলবে।
তবে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। সামনের সপ্তাহে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

/এফইউ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়