X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি ও মানবপাচার বন্ধে পঞ্চম দফায় হজ এজেন্সিতে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৯:৪৪আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২০:০৫



হজ এজেন্সিতে দুদকের অভিযান দুর্নীতি ও মানবপাচার বন্ধে বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে কয়েকটি হজ এজেন্সিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে পঞ্চমবারের মতো হজ এজেন্সিগুলোতে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে হজ এজেন্সিগুলোর নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে দুদক। দুদকের জনসংযোগ শাখার উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘হজ এজেন্সিগুলোতে অনিয়মের বিষয়ে দুদকের অভিযোগ কেন্দ্রের ১০৬ নম্বরে অভিযোগ আসে। ওই অভিযোগের ভিত্তিতে উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যা ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সমন্বয়ে পুলিশসহ নয় সদস্যের একটি দল রাজধানীর নয়াপল্টনে কয়েকটি হজ এজেন্সিতে অভিযান চালায়। এ সময় দুদকের দলটি কাজী টাওয়ারে অবস্থিত কাজী এয়ার ইন্টারন্যাশনাল-এ সরেজমিন অভিযানে যায়। অভিযানে ওই হজ এজেন্সির কাছে প্রকৃত হাজির সংখ্যার সমর্থনে কোনও কাগজপত্র পাওয়া যায়নি। নিবন্ধন করা প্রত্যেক হজ এজেন্সির কমপক্ষে ১৫০ জন যাত্রী পাঠানোর বাধ্যবাধকতা থাকলেও এই হজ এজেন্সি মাত্র ৭৫ জন হজ যাত্রী পাঠিয়েছে বলে জানায়। এছাড়া সৌদি আরবে হজযাত্রীদের বাড়িভাড়া, মুয়াল্লাম ফি ও অন্যান্য রশিদপত্র পাওয়া যায়নি এই হজ এজেন্সিতে।’
দুদকের এই উপপরিচালক আরও জানান, দুদকের দলটি একই টাওয়ারে কাজী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর কাগজপত্র পরীক্ষা করে দেখতে পায়, এই হজ এজেন্সি গত বছরের অডিটে চার লক্ষাধিক টাকার কর ফাঁকি দিয়েছে। এত বড় অঙ্কের রাজস্ব ফাঁকির ঘটনার পরও কিভাবে এ এজেন্সি অনুমোদন পেলো, তা রীতিমত বিস্ময়কর। দুদকের এই দলের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এসব অনিয়ম প্রতিরোধকল্পে সিদ্ধান্ত নেবে কমিশন।’
এ সময় দুদকের পক্ষ থেকে উপস্থিত হজযাত্রীসহ সবার কাছে দুর্নীতিবিরোধী লিফলেট ও দুদকের হটলাইন নম্বর (১০৬) এর স্টিকার বিতরণ করা হয়। এর আগে গত ২ জুলাই, ৪ জুলাই, ০৯ জুলাই এবং ১৫ জুলাই রাজধানীর একাধিক হজ এজেন্সিতে অভিযান চালিয়েছে দুদক।
এই প্রসঙ্গে অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, ‘আমাদের লক্ষ্য, হজকেন্দ্রিক দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং অভিযানের মাধ্যমে হজযাত্রীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তোলা।’

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি