X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রবাসী নারী শ্রমিক নির্যাতন বন্ধে মনিটরিং ও কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ২৩:৩১আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২৩:৪৫

 

বাংলা ট্রিবিউন বৈঠকি


মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক নির্যাতন বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। একই সঙ্গে বিদেশের পাঠানোর আগে নারীদের সে দেশ সম্পর্কে জানাতে হবে, কাজ সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। নারী শ্রমিকদের নির্যাতনের শিকার যাতে না হয় সেজন্য মনিটরিং জোরদার করতে হবে।দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ‘ফেরত আসছে নারী শ্রমিক’শীর্ষক বৈঠকিতে বক্তরা এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় এ বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।
মো. ইসরাফিল আলম
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসরাফিল আলম, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম হেড শরিফুল হাসান,অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বোমসা) পরিচালক সুমাইয়া ইসলাম, বায়রা’র সাবেক যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, সৌদি আরব ফেরত নারী শ্রমিক জেসমিন আক্তার এবং বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবিক মূল্যবোধের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসরাফিল আলম।

শামীম আহমেদ চৌধুরী তিনি বলেন, ‘সেখানে আমাদের নারীদের মানুষ নয়, পণ্য হিসেবে ভাবা হয়। ২০১০ সালে এসব রিপোর্ট দেখে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘রেমিটেন্স কমে যাক, তবু আমাদের নারী শ্রমিকদের পাঠাবো না।’ এরপর বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক প্রেশার শুরু হয়। তখন একটা প্রেশার আসে। নারীদের না পাঠালে পুরুষ শ্রমিক নেবো না। তখন আমরা নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করি। মেয়েরা সাপ্তাহিক ছুটি পাবেন, বিশ্রামের আলাদা জায়গা পাবেন, তারা দেশে যোগাযোগের জন্য মোবাইল পাবেন, সৌদিতে বীমা হবে তাদের নামে। বাংলাদেশ থেকেই ভাষা শেখানো, বিমানবন্দরে হেল্প ডেস্ক করা হয়। সেই অবস্থায় নারীদের যাত্রা আবার শুরু হয়েছে সৌদি আরবে। দুই লাখের বেশি নারী সৌদি আরব গেছেন, সাড়ে পাঁচ হাজার ফিরেছেন। নানাভাবে নির্যাতন, ধর্ষণের শিকারও হয়েছেন নারীরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবিক মূল্যবোধের অভাব আছে। আমাদের নারীকে তারা মানুষ না, পণ্য হিসেবে ভাবে।’
সুমাইয়া ইসলাম নয়টি কারণে নারী শ্রমিকরা দেশে ফিরছেন বলে জানিয়েছেন বায়রা’র সাবেক যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। তিনি বলেন, নারী শ্রমিকরা ফেরত আসছে নয়টি কারণে। কারণগুলো হলো হোম সিকনেস, ফুড হ্যাবিট, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম, ফিজিক্যালি নট ফিট, ওভার ওয়ার্কড, ওয়ার্ক ইন মেনি হাউজেস, ভারবাল অ্যাবিউস এবং ফিজিক্যাল অ্যাবিউস।’
শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, ‘সবাই একই কারণে ফেরত আসেনি। বিভিন্ন কারণে ফেরত আসছে। এক লাখ ৯৫ হাজার কর্মী ভালো আছে। তাদের আর্থিক অবস্থান পরিবর্তন হয়েছে। আর ফেরত এসেছে পাঁচ হাজার। এখন চিন্তার বিষয়, আমরা কি এ কারণে পুরোপুরি মাইগ্রেশন বন্ধ করবো। প্রশ্ন হচ্ছে, কীভাবে আমরা নারীদের সুরক্ষা নিশ্চিত করবো? প্রতিমাসে অতন্ত একবার খোঁজ নিতে পারি আমরাদের কর্মীরা কেমন আছে। এ কাজটি সরকারের পাশাপাশি যেসব এজেন্সি তাদের পাঠাচ্ছে তাদেরও করতে হবে।’
শরিফুল হাসান বাংলাদেশ থেকে যে দেশেই নারী শ্রমিকদের পাঠানো হোক না কেন তাদের খোঁজ-খবর নিতে সবসময় মনিটরিং করতে হবে বলে মত দেন অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের (বোমসা) পরিচালক সুমাইয়া ইসলাম।
তিনি বলেন, ‘আমাদের বার্গেনিং করার সুযোগ আছে। তাদের (সৌদি আরব) বলতে হবে তোমরা যদি সমস্যা করো তাহলে আমরা শ্রমিক দেবো না। আর যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান করতে হবে। দুই লাখ নারী বাইরে থাকেন, তারা দুই হাজার করেও টাকা পাঠায়, সেই রেমিটেন্স দেশে আসছে। তাহলে কেন তাদের দেখভাল করা হবে না। এজন্য যে দেশেই পাঠানো হোক না কেন মনিটরিং করতে হবে। অধিকার নিশ্চিত করতে হবে।’
জেসমিন আক্তার সৌদি আরব ফেরত নারী শ্রমিকদের অভিন্ন অভিযোগ হলো বেতন না পাওয়া, যৌন নির্যাতন, খেতে না দেওয়া। এগুলো মানবাধিকারের প্রশ্নে গুরুতর অভিযোগ বলে মন্তব্য করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম হেড শরিফুল হাসান বলেন, ‘বাংলাদেশ থেকে সৌদি আরবে লোক পাঠানো বন্ধ ছিল। তখন সৌদি আরব বাংলাদেশ প্রস্তাব দেয় নারীদের পাঠালে বাজার খুলে দেবে। গত তিন বছরে পাঁচ হাজার নারী শ্রমিক দেশে ফিরে এসেছে। তাদের কমন অভিযোগ— বেতন না পাওয়া, যৌন নির্যাতন, খেতে না দেওয়া। মানবধিকারের প্রশ্নে এগুলো গুরুতর অভিযোগ। আমরা জেনে-শুনে আমাদের বাসার কাছের মানুষকেও সৌদি আরবে পাঠাবো না।’
সৌদি আরব ফেরত নারী শ্রমিক জেসমিন আক্তার বলেন, ‘দালাল তাকে বলেছিল, বিদেশে ভালো আচরণ করে, বেতন দেয়। কিন্তু বাস্তবে তা ঘটেনি। মালিক বিমানবন্দর থেকে আমাকে নিয়ে যায়। শোয়ার একটি জায়গা দেয়। আধা ঘণ্টা বিশ্রাম করার পর কাজ করতে বলেন। আমি গোছল করতে চেয়েছিলাম, কিন্ত টানা একদিন আমাকে গোছল করতে দেয়নি। তখন রমজান মাস, বাড়ির লোকজন তারাবির নামাজ পড়তে গেলে আমি গোছল করি। ছাদে একটা নোংরা রুমে থাকতে দেয়, সেটি পরিষ্কার করে আমি থাকি। যতদিন আমি ছিলাম আমাকে খেতে দিতো না, ঘুমাতে দিতো না। ক্ষুধা লাগলে পানি খেতাম। কিন্তু পানিতে কি ক্ষুধা মিটে?’
শেখ শাহরিয়ার জামান ওই বাড়িতে প্রায় চার দিন থাকার পর পালিয়ে চলে আসেন জেসমিন আক্তার। তিনি বলেন, ‘আমি যেদিন চলে আসি আমাকে মাথায় চড় দেয়। আমি বাড়ি থেকে চলে আসি। পরে এক বাঙালির সহায়তায় অ্যাম্বাসিতে চলে আসি। আমি অ্যাম্বাসিতে গিয়ে দেখিছি নির্যাতনের শিকার অনেক মেয়ে সেখানে আছে।’
বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান বলেন, ‘একটা ঘটনাই যথেষ্ট। আমরা নির্যাতনের একটা ঘটনাও চাই না। অনেকেই সৌদি আরবে কাজ করছেন আবার পাঁচ হাজার নারী ফিরে এসেছেন। প্রেশার তৈরি করতে হবে সরকার যেন সৌদি আরবের সঙ্গে আলোচনা করে। আমরা জেনেভাতে হিউম্যান রাইটস কাউন্সিলে গিয়েও অভিযোগ করতে পারি। কিন্তু তাও করা হয়নি। কূটনৈতিকভাবে আমাদের উদ্যোগ নিতে হবে।’
মুন্নী সাহা তিনি বলেন, ‘মালয়েশিয়ায় এক লাখ ৭৫ হাজার শ্রমিক গেছে, এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। কারণ, সেখানে দূতাবাস থেকে মনিটরিং করা হয়। তাহলে সৌদি আরবে মনিটরিং ব্যবস্থা না করে কেন পাঠাচ্ছি? মাসে ১২ হাজার শ্রমিক যাচ্ছে, এ জন্য দূতাবাসের সক্ষমতা বাড়াতে হবে। যেখান থেকে আমাদের রেভিনিউ আসছে সেখানে কেন আমরা বিনিয়োগ করবো না।’

ছবি: সাজ্জাদ হোসেন

 

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না