X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটাক্ষ সহ্য করা হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৪:৪১আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৭:০৭

বক্তব্য রাখছেন নৌমন্ত্রী শাজাহান খান মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটাক্ষ সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘ছাত্র-বন্ধুদের ভুল বুঝিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে আক্রমণ করানো হলো। তারা বঙ্গবন্ধু সম্পর্কে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দিলো। আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হলো। এটা যদি সংস্কার আন্দোলন হয় তাহলে মুক্তিযুদ্ধকে কটাক্ষ কেন? এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এটা কোনও সাধারণ ছাত্র আন্দোলন নয়।’

রবিবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। জামায়াত-শিবির, যুদ্ধাপরাধী এবং স্বাধীনতাবিরোধী ও তাদের উত্তরসূরিদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধসহ ৬ দফা দাবিতে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযুদ্ধ সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।

শাজাহান খান আরও বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা। আমাদের কেউ সম্মান না করুন, কিন্তু অপমান করলে তা সহ্য করতে পারি না। মুক্তিযুদ্ধবিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনও কটাক্ষ সহ্য করা হবে না।’

শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযুদ্ধ সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের পক্ষ থেকে দাবি করা ৬ দফার মধ্যে রয়েছে, জামায়াত-শিবিরসহ স্বাধীনতাবিরোধীদের মধ্যে সরকারি চাকরিতে যারা বহাল আছে তাদের তালিকা করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, যুদ্ধাপরাধী সবার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্নকারীদের এদেশে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে, ২০০১, ১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি-জামায়াতের দ্বারা গণহত্যা-ধর্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে, তাদের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি দিতে হবে, কোটা সংস্কারের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।

/এসও/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা