X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিএনপির সমাবেশে হামলা নিয়ে দুই নেতার কথোপকথন (অডিও)

নুরুজ্জামান লাবু ‍ও দুলাল আব্দুল্লাহ
২২ জুলাই ২০১৮, ১৫:৩৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ২১:১২

রাজশাহীতে বিএনপি মেয়র প্রার্থীর সমাবেশে বিস্ফোরিত ককটেল রাজশাহীতে বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সমাবেশে বোমা হামলা নিয়ে দুই নেতার কথোপকথনের অডিও পেয়েছে গোয়েন্দারা। এর ভিত্তিতেই শনিবার (২১ জুলাই) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করা হয়েছে। নিজেদের দলের লোকজন দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলামকে মোবাইল ফোনে জানান মন্টু। এক মিনিট ৪৪ সেকেন্ডের এই কথপোকথনের রেকর্ড বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। তবে গোয়েন্দাসূত্রে পাওয়া এই অডিও রেকর্ডের সত্যতা বাংলা ট্রিবিউনের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিনই সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে আমার কথা হয়। রাজশাহীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর সঙ্গেও আমার বিভিন্ন সময়ে কথা হয়েছে। কিন্তু বোমা হামলা নিয়ে তিনি আমাকে কিছু বলেছেন কিনা আমার মনে পড়ছে না।’ তাইফুর রহমান বলেন, ‘সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন এসব বানিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।’

ওই অডিও রেকর্ডের কথোপকথন অনুযায়ী, মতিউর রহমান মন্টু নিজে তাইফুল ইসলামকে ফোন করেন। নিচে কথোপকথনের রেকর্ড হুবহু তুলে দেওয়া হলো-
তাইফুল ইসলাম: জ্বি ভাই।
মতিউর রহমান মন্টু: ভালো আছো ?
তাইফুল: জ্বি ভাই।
মন্টু: এই তো কালকে কাম কাজ, প্রচণ্ড রোদের তাপে জ্বর, অসুস্থ। তো গত পরশু দিন যে ঘটনা ঘটেছে তা শুনছো তো না-কি?
তাইফুল: এই একটু শুনেছি বেশি শুনি নাই। ওই যে বোমা মারিছে ওই টা তো?
মন্টু: হ্যাঁ।
তাইফুল: সেইটা তো জানি।
মন্টু: জানো, তো কারা করলো, সেইটা কি জানো?
তাইফুল: হ্যাঁ?
মন্টু: কারা করেছে সেইটা কি জানো?
তাইফুল: তা জানি না।
মন্টু: যাক আমি যে কথাটা বলবো তা হজম করবা, পারলে জায়গা মতো বলবা। আমাদের দুই ভাই জড়িত।
তাইফুল: হ্যাঁ...?
মন্টু: আমাদের দুইজন জড়িত। বিএনপির লোক দিয়ে কাজ করানো হয়েছে। ভাইয়ের কাছ থেকে ক্রেডিট নেওয়ার জন্য আমার নির্দেশে কাজ করছে।
তাইফুল: কোন দুই ভাই?
মন্টু: নাটোরের খালেক আর জাবেদ।
তাইফুল: এটা আমার বিশ্বাস হয়।
মন্টু: জাভেদ হলো শাহিন শওকত ভাইয়ের লোক।
তাইফুল: হ্যাঁ, ঠিকা আছে এইটা আমার বিশ্বাস হয়।
মন্টু: এটা হওয়ার সাথে সাথে...ভাইয়াকে...সব ঠিক হয়ে গেছে। আমার মিছিলে লোক কম পড়ছে। আমাদের নেতা তো এখন খালি ফটোসেশন ভাই। এটা তো দলের ক্ষতি হচ্ছে।

এদিকে শনিবার রাতে মতিউর রহমান মন্টুকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কথোপকথনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘মতিউর রহমান মন্টু ফোনে কথার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। ফোনালাপে তিনি যাদের কথা বলেছেন তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

গোয়েন্দা সূত্র জানায়, মতিউর রহমান মন্টু ও তাইফুল ইসলাম টিপু ফোনালাপে যাদের কথা বলেছেন, তাদের একজন শাহীন শওকত বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। হামলাকারী জাভেদ তার লোক। অপর একজন নাটোরের খালেক। তাকেও শনাক্তের পর গ্রেফতারের চেষ্টা চলছে।

গত মঙ্গলবার সকালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় সাগরপাড়া বটতলার মোড়ে পথসভা চলাকালে ককটেল হামলা করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় মন্টুকে গ্রেফতারের আগে হিমেল নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।

/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা