X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম থেকে বাসে ঢাকায় আসার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ২৩:৫৬আপডেট : ২২ জুলাই ২০১৮, ২৩:৫৮

চট্টগ্রাম থেকে বাসে ঢাকায় আসার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে রহস্যজনকভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তার নাম সাইদুর রহমান পায়েল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারে পড়েন। শনিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বাস থেকে নেমে যাওয়ার পর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পায়েলের মামা গোলাম সরোয়ার্দী বিপ্লব। তিনি বিষয়টি বন্দর থানা পুলিশকে জানান।প্রাথমিক তদন্তে জানা যায়, কুমিল্লার একটি রেস্টুরেন্টে বাস থামালে পায়েল সেখানে নেমে যান। পরে আর তিনি ওই বাসে ওঠেননি।

বন্দর থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তের পর জানতে পারি ছেলেটি কুমিল্লায় বাস থেকে নেমেছিল। এ কারণে পরিবারের সদস্যদের কুমিল্লায় সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিয়েছি।’ পায়েলের মামা গোলাম সরোয়ার্দী বিপ্লব জানান, ‘রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় থাকতেন পায়েল। চট্টগ্রামের হালিশহর এলাকায় তার বাড়ি। শনিবার রাতে তিনি ছুটি কাটিয়ে অপর দুই বন্ধুর সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে কুমিল্লায় একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে বন্দর এলাকায় বাস থেকে নামেন। সেখানে বাসের চালক ও সহযোগী তাকে বাসে না তুলেই চলে আসে।’

বিপ্লব জানান, তার সঙ্গে যে দুই বন্ধু ছিলো, তারা ঘুমিয়ে থাকার কারণে পায়েলের নামার বিষয়ে কোনও তথ্য জানাতে পারেনি। পরিবারের সদস্যরা রাতে পায়েলের মোবাইলে ফোন করলে ওই বাসে থাকা তার এক বন্ধু ফোন রিসিভ করে ‘পায়েল সিটে নাই’ বলে জানায়। পুরো বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি।

এদিকে যোগাযোগ করা হলে হানিফ পরিবহনের ওই বাস চালকের সহযোগী জনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লার মুরাদগঞ্জের কাছে যানজটে আটকা পড়লে পায়েল প্রসাব করতে বাস থেকে নেমে যান। পরে তাকে ডাকা হলে তিনি যাবেন না এবং বাস চলে যেতে বলেন।’

/এনএল/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!