X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিহারি ক্যাম্পে বিদ্যুৎ সুবিধা দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৩:৪০আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৩:৫০

আদালত দেশের সব বিহারি ক্যাম্পে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়া সমীচিন হবে না মর্মে ত্রাণ মন্ত্রণালায়ের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল আদালত।

সোমবার (২৩ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৯ মে বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মন্ত্রণালয়ের আদেশের ওপর স্থগিতাদেশ এবং বিদ্যুতের লাইন কাটা যাবে না মর্মে আদেশ দেন। একইসঙ্গে রুল জার করেন আদালত। 

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে অবেদন করে। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত না করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে শুনানি শেষে সোমবার আপিল বিভাগ আদেশ দেন।

প্রসঙ্গত, নাগরিকত্ব পাওয়াতে বিহারি ক্যাম্পগুলোতে বিদ্যুৎ সুবিধা আর দেওয়া হবে না মর্মে গত ১৯ মার্চ ত্রাণ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ত্রাণ মন্ত্রণালয়ের এ নোটিশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট ইউএসপিওয়াইআরএম’র সভাপতি সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, প্রধান উপদেষ্টা আশরাফুল হক বাবু ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খালিদ হুসাইন। 

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন মানবাধিকার ব্যুরোর মহাসচিব অ্যাডভোকেট ড. শাহজাহান খান, হাফিজুর রহমান খান,তাসলিমা ইয়াসমিন ও কাজী জহিরুল ইসলাম সুমন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিন্নাত হক।

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা