X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৩ দিনের ‘মালয়েশিয়া শিক্ষা মেলা’ শুরু হচ্ছে ২৭ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৭:০৯আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৭:১৫





সংবাদ সম্মেলন

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মালয়েশিয়া শিক্ষা মেলা’। আগামী ২৭ ও ২৮ জুলাই ঢাকায় হোটেল আমারি এবং আগামী ৩০ জুলাই চট্টগ্রামের রেডিসন ব্লুতে এই মেলা হবে। মালেশিয়া সরকারের উদ্যোগে আয়োজিত এ মেলায় বাংলাদেশে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান মেন্টরস। সোমবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেন্টরসের সিনিয়র কনসালটেন্ট প্রদীপ রায় ও মালেশিয়ান এডুকেশন এক্সপার্ট আরিফ সৈয়দ জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থার সব ধরনের তথ্য তুলে ধরা হবে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হলেও সঠিক তথ্য ও দিকনির্দেশনা না পাওয়ায় তারা দীর্ঘদিনের স্বপ্ন পূরণে ব্যর্থ হচ্ছেন। অনেক সময় তাদের স্বপ্ন দুঃস্বপ্নেও পরিণত হয়। এ কারণে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীর স্বচ্ছ ধারণা থাকতে হবে। শিক্ষার্থীদের এই ধারণা দিতেই মেলার আয়োজন করা হচ্ছে।
সবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুণগতমান, আবেদন প্রক্রিয়া, ভ্রমণ ও বাসস্থানসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানাতে এডুকেশন মালয়েশিয়া গ্লোবল সার্ভিসের (ইএমজিএস) বিশেষজ্ঞরাও মেলায় উপস্থিত থাকবেন। সম্পুর্ণ উন্মুক্ত এই মেলায় শিক্ষার্থীরা অন স্পট অ্যাপ্লিকেশন করলে আবেদন ফি ছাড়ের সুযোগ পাবেন। মেলা ঢুকতে কোনও টিকিট লাগবে না।
আগ্রহী শিক্ষার্থীদের https://goo.gl/forms/IZU3tfDfbQIOpo1d2 এই ঠিকানায় প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের সব সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়েজনীয় কাগজপত্র একটি ফাইলে করে সঙ্গে আনতে হবে।
সংবাদ সম্মেলনে আর জানানো হয়, মেলায় মালয়েশিয়ার নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালায়া ওয়েলস্, ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর, ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ইন ইসলামিক ফাইনান্স, সেগি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কেবাংসাআন, ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া, ইউনিভার্সিটি অব রিডিং, ইউনিভার্সিটি অব সাউথহেমন্টন, কোয়েস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পেরাক।

নলেজ হাবের মুনমুন সুলতানা সংবাদ সম্মেলনে জানান, উচ্চশিক্ষা নিতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের মতো এখন এশিয়ার বেশ কয়েকটি দেশ প্রায় একই শিক্ষা দিচ্ছে। এর মধ্যে মালয়েশিয়া অন্যতম। বিশ্বখ্যাত ৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০টির অবস্থান এ দেশে। পাশাপাশি রয়েছে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৫৯টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বেশ কিছু ইউকে, অস্ট্রেলিয়া ও চায়নার বিশ্ববিদ্যালয়ের শাখা। এসব বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে সহজেই একজন শিক্ষার্থী কানাডা, আমেরিকা, ইউকে ও অস্ট্রেলিয়ায় ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!