X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে জঙ্গি-মাস্তানদের স্থান হবে না: ভিসি

ঢাবি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১৭:৩৬আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৮:১৪



‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’প্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে ভিসিসহ অন্য অতিথিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংস্কৃতিমনাদেরই জায়গা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘জঙ্গি মাস্তানদের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারে না।’ সোমবার (২৩ জুলাই) সকালে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, ‘জঙ্গি মতাদর্শে বিশ্বাসী মানুষ, চরমভাবাপন্ন মানুষ, মাদকসেবী ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী প্রচারের মানুষদের জায়গা এই বিশ্ববিদ্যালয়ে হতে পারে না। একইসঙ্গে মাদকসেবী, জঙ্গি, চরমভাবাপন্ন, মাস্তান, যারা মোটরসাইকেল নিয়ে দ্রুত শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করে, তাদের জায়গা এখানে হবে না।’ তিনি বলেন, ‘যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তারা সবসময় আসবেন। তাদের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।’

আখতারুজ্জামান বলেন, ‘গুজব ছড়ানোর মাধ্যমে ছাত্রছাত্রীদের মাঝে অপপ্রয়াস চালানো হয়েছে।’

অনুষ্ঠানে ২০১৭ সালের বিএসএস সম্মান পরীক্ষায় ভালো ফল করায় ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীর হাতে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ তুলে দেন তিনি। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মো. রাগিব রহমান, সঞ্জয় বসাক পার্থ, ফারজানা তাসনীম পিংকী, জাকিয়া জাহান মুক্তা, মো. শামিম হোসেন, ওয়াহিদা জামান শিথী, সাইয়্যেদুজ্জামান, জিনাত শারমিন, দায়েদ হাসান ও দুর্জয় চক্রবর্তী।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পরিবারের পক্ষ থেকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ চালু করা হয়।

/এসআইআর/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী