X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

উপরের নির্দেশে যেন গ্রেনেড হামলা মামলার বিচার না হয়: পিন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ২৩:৪১আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২৩:৪১

 

আব্দুস সালাম পিন্টু (ছবি: সংগৃহীত) একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু বলেছেন, উপরের নির্দেশে যেন এই মামলার বিচার করা না হয়। বুধবার (১ আগস্ট) ঢাকার দ্রুত বিচার আদালত-১ এ নিজের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে তিনি একথা বলেন। এর আগে বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্ট এবং ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিহতদের মাগফেরাত কামনা করেন তিনি। এসময় আদালতের কাছে সত্য ও ন্যায়বিচার দাবি করেন পিন্টু।

আদালতের কাছে আবদুস সালাম পিন্টু বলেন, ‘যেহেতু আজ আগস্ট মাস শুরু হয়েছে। তাই প্রথমেই আমি ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের মাগফেরাত কামনা করছি।’ পরে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আদালতকে বলেন, ‘অন্যের অপরাধ আমার ঘাড়ে চাপানো হয়েছে। আসল অপরাধীকে আড়াল করার জন্য।’ তিনি বলেন, ‘আমার বাসা থেকে কোনও গ্রেনেড ও টাকা সরবরাহ করা হয়নি। আমার বাসায় কোনও জঙ্গি যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের কুশিলবরা আমাকে ফাঁসিয়েছে।’

সরকার পক্ষের বিভিন্ন সাক্ষীর পরস্পরবিরোধী বক্তব্য তুলে ধরে আবদুস সালাম পিন্টু আদালতকে বলেন, ‘আমি অন্যায় করিনি বলে দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আমি সম্পূর্ণ নির্দোষ। মুফতি হান্নানকেও আমি চিনতাম না। মুফতি হান্নান আমাকে জড়িয়ে যে জবানবন্দি দিয়েছিল, সেটা পরে প্রত্যাহার করে নিয়েছে।’

গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে নির্যাতনের কথা আদালতের কাছে তুলে ধরেন আবদুস সালাম পিন্টু। তিনি বলেন, ‘আমার ভাই জড়িত কি জড়িত নয়, সেটা বলবো না। তবে ভাইয়ের কারণে আমার ওপর খড়গ চালাতে পারে না। তাছাড়া তারেক রহমানের নাম জড়িয়ে জবানবন্দি দেওয়ার জন্যে আমারও অমানুষিক নির্যাতন চালানো হয়েছে।’

এক পর্যায়ে পিন্টুকে উদ্দেশ্য করে বিচারক শাহেদ নুর উদ্দিন বলেন, ‘এমন কোনও রাজনৈতিক বক্তব্য দিবেন না যাতে কোর্ট বিব্রত হয়।’
নিজের পক্ষে যখন পিন্টু যুক্তিতর্ক উপস্থাপন করছিলেন, তখন তাকে সহযোগিতা করেন তার আইনজীবী রফিকুল ইসলাম তারা।

দুপুর সোয়া ১২টায় আদালতের কার্যক্রম শুরুর পর পিন্টু দ্বিতীয় দিনের মতো তার বক্তব্য উপস্থাপন করেন। বিকাল পৌনে ৩টায় আদালতের কার্যক্রম আগামী ৬ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়। ওইদিন আবদুস সালাম পিন্টুর পক্ষে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন যুক্তিতর্কের আইনগত দিকগুলো আদালতের কাছে তুলে ধরবেন। এরপরই এ মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করা হবে।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?