X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৮, ১৪:১৬আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৪:২৬

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৷ রবিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেতে থাকেন৷ সেখানে আড়াই ঘণ্টা অবস্থানের পর দুপুর পৌনে ১টার দিকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ থেকে সাইন্সল্যাবের দিকে বিভিন্ন স্লোগান দিতে দিতে যেতে দেখা যায়৷

বিক্ষোভে অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি),বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ইব্রাহিম মেডিক্যাল কলেজ (বারডেম) এর শিক্ষার্থীরা ৷
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গতকাল কলেজ শিক্ষার্থীরদের ওপর হামলার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কলেজ শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছেন ৷

এসময় শিক্ষার্থীরা নৌমন্ত্রী শাজাহান খানের উদ্দেশে প্রশোন করে বলেন, 'আপনি বাংলদেশের নৌমন্ত্রী ৷তাহলে কীভাবে আপনি শ্রমিকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন? ৷ আপনি সংবিধান লঙ্ঘন করেছেন ৷আমরা আপনার পদত্যাগ চাই ’

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহাদ আল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'নৌমন্ত্রী শ্রমিকলীগের সভাপতি৷ তিনি একসঙ্গে দুইটা পদে থাকতে পারেন না ৷ তাই তার পদত্যাগ দাবি করছি ৷আমাদের ছোট ভাই-বোনেরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে, এইজন্য রাজধানীর বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ছাড়পত্র ( টিসি) দিয়েছে ৷ এর উপযুক্ত প্রমাণও আমাদের কাছে আছে ৷আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি৷ '

জানতে চাইলে ইব্রাহিম মেডিক্যাল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালমান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'গতকালকে রাজধানীর জিগাতলায় আমাদের ছোট ভাই-বোনদের ওপর হামলা করা হয়েছে৷তারা তো যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন৷ তাহলে তাদের ওপর কেন হামলা করা হয়েছে ৷' আমরা এর প্রতিবাদ জানাই৷ কিন্তু এই হামলার খবর দু' একটি মিড়িয়া ছাড়া অন্য কোনও মিডিয়াতে আসেনি৷ এক্ষেত্রে মিডিয়ার ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ থেকে যায়৷’

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকালকে রাজধানীতে আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে ৷ আমরা এর প্রতিবাদ জানাতে এখানে এসেছি।'


ছবি- সাজ্জাদ হোসেন 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট