X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ট্রাই-সেমিস্টার পদ্ধতির কারণে শিক্ষার্থীদের কিছু করার থাকে না: আব্দুল মান্নান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ২১:৩০আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২১:৫৫

 



ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান (ছবি: সংগৃহীত)
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রাই-সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাকার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের অন্য কিছুতে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না বলে মন্তব্য করেছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান।

বুধবার (৮ আগস্ট) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাই-সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত হয়। শিক্ষার্থীরা প্রতি সেমিস্টারের সময় চার মাস হওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে প্রচুর ব্যস্ত থাকে। ফলে শিক্ষার্থীদের অন্য কিছুতে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না।’
মতবিনিময় সভার প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে তিনি আরও বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় যখন দেখলাম পরিস্থিতি ভিন্ন দিকে চলে যাচ্ছে তখন আমরা বেশ খানিকটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের শিক্ষার্থীদের কীভাবে ঠেকাবো! কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই এসে জানিয়েছে, তারা নিয়মিত ক্লাস করতে চায়, পরীক্ষা দিতে চায়। কারণ, যদি কোনোভাবে গ্যাপ পড়ে যায় তাহলে সেশনজটে পড়ে যাবে। শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বিচ্যুত হয়ে পিছিয়ে পড়বে। এ কারণেই তারা চেয়েছে পরীক্ষা দিতে, ক্লাসে উপস্থিত হতে।’
আটক শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়া আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যা-ই করেছে তাদের সাধারণ ক্ষমা করা উচিত। কারণ, পরিস্থিতি কোনও না কোনও কারণেই তো সৃষ্টি হয়েছে। তাছাড়া নতুন করে কোনও ইস্যু তৈরি করে সেই সুযোগ দেওয়া ঠিক হবে না।’ এ ইস্যুতে পুলিশের হাতে আটক সব শিক্ষার্থীর মুক্তির ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানান তিনি।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেনসহ দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা।



/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন