X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না: আছাদুজ্জামান মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৮, ১৭:৫০আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৮:০১

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া মামলা এড়াতে সড়কে গাড়ি থাকবে কিনা, সেটা পুলিশের দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না।’ শনিবার (১১ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা। সড়কে কেউ আইন ভঙ্গ করলো কিনা, সেটি ট্রাফিক পুলিশ দেখবে। আর সড়কে যানবাহন থাকার বিষয়টি দেখার জন্য অন্য সংস্থা রয়েছে, তারা দেখবে।’ তিনি বলেন, ‘বিআরটিএ’-এর কাজ গাড়ির ফিটনেস দেওয়া ও চালককে ড্রাইভিং লাইসেন্স দেওয়া। এসব যদি ঠিক থাকে, তবেই সড়কে যানবাহন চলতে পারবে। বাস বে কিংবা টার্মিনালের বিষয়টা সিটি করপোরেশন বা সড়ক বিভাগ দেখবে। ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্টের বিষয়টাও সিটি করপোরেশন দেখে। অতীতে এসব বিষয়ে ছাড় দিতে গিয়ে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে। অনিয়মকে প্রশ্রয় দিয়ে বিশৃঙ্খলা বাড়াতে চাই না।'

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনায় চারটি বিষয় সংশ্লিষ্ট রয়েছে। এগুলো হলো—এনফোর্সমেন্ট, ইঞ্জিনিয়ারিং, এনভারোনমেন্ট ও অ্যাডুকেশন। এরমধ্যে এনফোর্সমেন্টের বিষয়টা পুলিশের দেখার কথা। বাকিগুলো দেখার জন্য সরকারের অন্যান্য বিভাগ রয়েছে। কিন্তু এর কোনোটিতে অনিয়ম ঘটলেই সব দায় ট্রাফিক পুলিশের ওপরই পড়ে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব সংস্থাকে আরও সমন্বিত হয়ে জোরদারভাবে কাজ করতে হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, 'রাজধানীতে ৫০টি বাসের রুট পারমিট রয়েছে, কিন্তু বাস চলছে ২০০টি। এগুলো আর চলতে দেওয়া যায় না। আমরা চেকপোস্ট বসিয়ে এগুলো তল্লাশির নির্দেশ দিয়েছি। বাইপাস করে যেসব গাড়ি ঢাকার ভেতর দিয়ে যাতায়াত করে, সেগুলোকেও নতুন করে রোড পারমিট নিতে হবে।’ তিনি বলেন, ‘সড়কে যানবাহন নিয়ন্ত্রণে আমাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার রয়েছে। সড়কের শৃঙ্খলার বিষয়ে আমরা আরও কঠোর হবো। সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহনের কোনোটিই নিয়ম অমান্য করে সড়কে চলতে পারবে না।’

‘আগে সড়কে লেন সিস্টেম করা হয়েছিল এবং উল্টো পথে যানবাহন চলাচলের রোধে সড়কে ব্যবস্থান নেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো হারিয়ে গেছে। বর্তমানে নেওয়া পুরিশের এই উদ্যোগ হাড়িয়ে যাবে কিনা?’ সাংবাদিকের এমন  প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, 'আপনারা সঙ্গে থাকুন, জনগণ সঙ্গে থাকুক। নিজে আইন মানুন, অন্যকে আইন মানতে উদ্বুদ্ধ করুন, তাহলেই কোনও উদ্যোগই হারিয়ে যাবে না। জঙ্গি দমনের মতো মাদক দমনেও আমরা সফল হবো। সবার সহযোগিতা পেলে ট্রাফিক ব্যবস্থাপনায়ও আমরা সফল হবো।'

সাংবাদিকের ওপর হামলাকারীর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, 'সেদিনের ঘটনা দুঃখজনক। এ বিষয়ে কেউ যদি আমাদের কাছে অভিযোগ করে, ব্যবস্থা নেবো। পাশাপাশি এই ঘটনা নিয়ে পুলিশের তথ্য অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে, সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।'

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না