X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নওশাবা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ১৮:১৬আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:৪২

র‌্যাবের হাতে আটক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ (ফাইল ফটো) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে উসকানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।


এর আগে সকালে রিমান্ড শেষে আদালতে পাঠানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আদালতে সোপর্দ করার আগেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে হাসপাতাল থেকে তাকে আবারও আদালতে পাঠানো হয়।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুক লাইভে এসে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় দুই দফা রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নওশাবাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নওশাবার পক্ষে তার আইনজীবী এ এইচ কায়সারুল ইসলাম জামিন শুনানিতে অংশ নেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট দুইদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত।
প্রসঙ্গত, নিরাপদ সড়কের আন্দোলনে ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে চার শিক্ষার্থীকে।
তবে তার দেওয়া তথ্যের কোনও সত্যতা পাওয়া যায়নি। এ নিয়ে পরবর্তীতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনায় তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে র‌্যাব ১-এর ডিএডি মো. আমিনুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন।

/টিএইচ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা