X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রস্তাবিত ‘মেডিয়েশন অ্যাক্ট ২০১৮’ আইন কমিশনে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ০৬:২৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ০৬:২৭

প্রস্তাবিত ‘মেডিয়েশন অ্যাক্ট ২০১৮’ আইন কমিশনে হস্তান্তর আদালতের বাইরে দেশের দেওয়ানী ও বাণিজ্যিক আপত্তি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্য নিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) কর্তৃক প্রস্তাবিত ‘মেডিয়েশন অ্যাক্ট-২০১৮’ বিবেচনার জন্য আইন কমিশনে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাজধানীর আইন কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কাছে বিমসের প্রতিনিধি দল প্রস্তাবিত আইনটি হস্তান্তর করে। এ সময় আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবির উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, মেডিয়েশনের এই আইনটি আমরা যাচাই-বাছাই করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে  পাঠাবো। প্রস্তাবিত ‘মেডিয়েশন অ্যাক্ট-২০১৮’ যেন আইনে রুপ লাভ করে, সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর নেতৃত্বে প্রতিনিধি দলে বিমসের সেক্রেটারি অ্যাডভোকেট হরিদাস পাল, ট্রেজারার অ্যাডভোকেট মো. হুমায়ন কবির শিকদার, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আফসানা বেগম ও অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা উপস্থিত ছিলেন।

পরে অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী সাংবাদিকদের বলেন, ‘মেডিয়েশন অ্যাক্ট-২০১৮’ নামে প্রস্তাবিত আইনটিতে ৭টি প্যারায় ৪৮টি ধারা সন্নিবেশিত করা হয়েছে।

প্রস্তাবিত আইনে উপযুক্ত ট্রেইনারের মাধ্যমে সৎ ও আইনে দক্ষ মেডিয়েটরের মাধ্যমে মেডিয়েশন কাজ পরিচালনার কথা বলা হয়েছে। এছাড়া একটি কেন্দ্রীয় মেডিয়েশন বোর্ড গঠনের কথা বলা হয়েছে, যেখানে প্রধান বিচারপতি পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে থাকবেন।

প্রসঙ্গত, এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমসের) কার্যনির্বাহী কমিটির সভায় ‘মেডিয়েশন অ্যাক্ট-২০১৮’ প্রস্তাবিত আইন বিবেচনার জন্য আইন কমিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়।

/বিআই/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়