X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আদালতের নির্দেশের পরও স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা টাঙায়নি অনেক হাসপাতাল

তাসকিনা ইয়াসমিন
১৪ আগস্ট ২০১৮, ২৩:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২৩:৪৩

আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, সামনে টাঙানো হয়নি স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা হাইকোর্টের নির্দেশের পরও স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা যথাযথভাবে টাঙায়নি রাজধানীর সব বেসরকারি হাসপাতাল। তবে কোনও কোনও হাসপাতালে এই তালিকা টাঙানো হলেও সেগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান জায়গায় রাখা হয়নি। মঙ্গলবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, হারুন আই ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর রোডের ল্যাবএইড হাসপাতাল ও গণস্বাস্থ্য নগর হাসপাতালে ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্বাস্থ্য অধিদফতর থেকে আদালতের নির্দেশনা সংক্রান্ত চিঠি না পাওয়ায় এখনও এই তালিকা যথাযথভাবে টাঙানো হয়নি জানান হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা।

মঙ্গলবার ধানমন্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যপরীক্ষার কোনও মূল্যতালিকা টাঙানো হয়নি। আদালতে নির্দেশের পরও কেন মূল্যতালিকা টাঙানো হয়নি, এমন প্রশ্নের জবাবে হাসপাতালটির পরিচালক ডা. মো. জসিম উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওটা তো হাইকোর্ট থেকে মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে অধিদফতরে পাঠাবে। সেখান থেকে আমাদের পাঠাবে। আমরা শুনেছি কিন্তু এখনও নির্দেশনা হাতে পাইনি। নির্দেশনা ঠিকভাবে না পেলে পালন করতে পারবো না। আমরা হাইকোর্টের নির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব নির্দেশনাই ঠিকভাবে মেনে চলি।’ 

তবে হাইকোর্টের নির্দেশনাটি রোগীদের জন্য ভালো ফল বয়ে আনবে উল্লেখ করে ডা. মো. জসিম উদ্দিন খান বলেন, ‘এই মূল্যতালিকা টাঙানোর বিষয়টি সব হাসপাতালে বাস্তবায়িত হলে রোগীর কাছ থেকে কেউ বেশি অর্থ নিতে পারবে না। যা তালিকায় লেখা থাকবে, তা-ই নিতে হবে।’

ল্যাবএইড হাসপাতালে গিয়ে দেখা গেছে, ‘হাসপাতালটি সামনে দৃশ্যমান জায়গায় স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা টাঙানো হয়নি। তবে, প্যাথলজির কাউন্টারের পাশে একটি বোর্ডে মূল্যতালিকা রাখা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ল্যাবএইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন বাংলা ট্রিবিউনকে মোবাইলফোনে বলেন, ‘আদালত ১৫ দিনের মধ্যে এই তালিকা টানাতে বলেছেন। আমরা সেটা করেছি। আগে থেকেই আমাদের এটা ছিল। আমাদের অনেক ব্রাঞ্চ। যে যে জায়গাগুলোয় এই তালিকা ছিল না সেখানে টানিয়েছি। আমাদের সব ব্রাঞ্চেই এখন এই তালিকা আছে।’

গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে গিয়ে হাসপাতালটির সামনে স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা দেখা যায়নি। কেন হাসপাতালের সামনে দৃশ্যমান জায়গায় স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা টাঙানো হয়নি, এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. কাসেম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন তালিকা টাঙানো হয়নি, তা এখন বলতে পারবো না। আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম। কাল হাসপাতালে গিয়ে বিষয়টি দেখবো।’

গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে দেখা স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা টাঙানো হলেও সেটি হাসপাতালের সামনে টাঙানো হয়নি। এই বিষয়ে জানতে চাইলে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দৃশ্যমানভাবে তালিকাটি টাঙানোর বিষয়ে হাইকোর্টের এই নির্দেশনা ভালো উদ্যোগ। গণস্বাস্থ্যে এই তালিকা দৃশ্যমান স্থানে না টাঙানো থাকলে টাঙানো উচিত। এতে রোগীরা উপকৃত হবে। তারা ঠিক দাম জানতে পারবে।’ তবে, গণস্বাস্থে রোগীকে টাকার রশিদ দেওয়া হয় বলেও তিনি জানান।

হারুন আই ফাউন্ডেশনের সামনেও স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ( চক্ষু) ডা. মো. কিবরিয়া আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই হাসপাতাল নিয়ম মেনে চলার ব্যাপারে খুব কঠোর। তারা হাইকোর্টের কোনও নির্দেশনা এলে তা যাচাই-বাছাই করে তা পালন করার চেষ্টা করে।’

গণস্বাস্থ্য নগর হাসপাতাল, সামনে টাঙানো হয়নি স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা

আদালতের নির্দেশনা বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’র রেজিস্ট্রার ডা. মো. জাহেদুল হক বাসুনিয়া বাংলা ট্রিবিউনকে মোবাইলে বলেন, ‘এটা আমাদের কাজ নয়। আমরা এটা বাস্তবায়ন করছি না। কারণ, এটা বিএমডিসির এখতিয়ারভুক্ত নয়, আমাদের অ্যাক্ট অ্যান্ড রেগুলেশনসের মধ্যে এগুলো পড়ে না। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক নিয়ে কাজ করবেন।’

হাসপাতালগুলো  ও ক্লিনিকগুলোকে চিঠি পাঠানো সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে মোবাইলে বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) বা পরের দিন থেকে সাতটি দৈনিকে সাত দিন বিজ্ঞাপন আকারে হাইকোর্টের নির্দেশটি প্রচার করবো। পরপর সাতদিন দেবো না। আমরা ২০ দিনের মধ্যে সাতদিন এই বিজ্ঞাপন দেবো। অফিসিয়ালি প্রত্যেক জেলার সিভিল সার্জন ও উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি অফিসারকে ইতোমধ্যে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছি যে, যার যার এলাকায় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক আছে সেখানে মূল্য তালিকাগুলো জরুরি বিভাগ ও বহির্বিভাগে যেন দৃশ্যমান যায়গায় প্রকাশ্যে থাকে। জনসচেতনতা বৃদ্ধি করার জন্য, পাশাপাশি যারা ক্লিনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আছেন, তাদের সতর্ক করবো।’  

প্রসঙ্গত, গত ২৪ জুলাই দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবেরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা দৃশ্যমান জায়গায় টাঙানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এই সংক্রান্ত এক রিট শুনানি শেষে আদালত ১৫ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে এ আদেশ বাস্তবায়ন করার আদেশ দেন।

এর আগে হিউম্যান রাইটস ল’ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধ্যক্ষ মো. শাহ আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন।   

রিট আবেদনে ৩০ দিনের মধ্যে সব প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের যন্ত্রপাতিসহ তালিকা দাখিল, সব জেলা সদরের হাসপাতালে ৩০ বেডের আইসিইউ/সিসিইউ স্থাপন, মেয়াদহীন ওষুধ ব্যবহারে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিএসটিআই অনুমোদিত ওষুধ ও যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশনা চাওয়া হয়। ওই রিট শুনানি শেষে আদেশসহ রুল জারি করেন হাইকোর্ট।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা