X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের অবদান অনেক বেশি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ০৫:৩০আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৫:৩২

দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, ‘সাংবাদিকরা অনেক পরিশ্রম করেন। দুদক প্রতিনিয়ত তাদের প্রতিবেদন নিয়ে অনুসন্ধান করে থাকে। এমন কোনও দিন নেই যে, সাংবাদিকদের করা নিউজ থেকে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় না। তাদের অবদান অনেক বেশি।’

মঙ্গলবার ‘দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী এই কর্মশালায় ২৫ জন সাংবাদিক অংশ নেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও সুইডেনের লিনিয়াস ইউনিভার্সিটির প্রতিষ্ঠান ফুজো: মিডিয়া ইনস্টিটিউট এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের পরিচালক শীষ হায়দার চৌধুরী, প্রথম আলোর জেষ্ঠ বার্তা প্রধান শাহেদ মোহাম্মদ আলী, দুদকের পরিচালক মীর মো. জয়নুল আরেদিন শিবলী, উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। তারা নয়টি অধিবেশনে দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন।

রিপোর্টার্স এগেইনস্ট করাপশন এর সভাপতি হায়দারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য, রিপোর্টার্স এগেইনস্ট করাপশন এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ও কর্মশালার সমন্বয়ক মোর্শেদ নোমান।

/আরজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা