X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবসে সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৯:০৬আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:১৮





বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে বিনা মূল্যে পরীক্ষাও করা হয়েছে। এ কারণে হাসপাতালগুলোতে ছিল রোগীদের উপচে পড়া ভিড়।
দিবসটি পালনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, রক্তদান কর্মসূচি, হাসপাতালগুলোর বহির্বিভাগ ও জরুরি বিভাগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা, আলোচনাসভা, শোক র‌্যালি ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
রাজধানীর রামপুরা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন সুরাইয়া আহমেদ (৪৫)। তিনি বলেন, ‘আজ বিনা মূল্যে টিকিট পেলাম। আবার চিকিৎসকও ছিল। ভালোভাবেই রোগী দেখেছে।’
কোনও অসঙ্গতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একটু ভিড় বেশি ছিল। তাছাড়া কোনও অসুবিধা হয়নি।’
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 
দিবসটি উপলক্ষে সব কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া ছাড়াও রোগীদের ফ্রি টিকেটে চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকেট বিক্রেতা মো. মাজেদুল হক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ আমরা ফ্রি টিকেট দিয়েছি। ১ হাজার ৪৮৮টি ফ্রি টিকেট দেওয়া হয়েছে।’
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। দিবসটি উপলক্ষে আমাদের হাসপাতালে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। রক্তদান কর্মসূচি, আলোচনাসভা ও ফ্রি টিকিটে চিকিৎসার ব্যবস্থা করেছি। আজ ১ হাজার ৭৪০ জন রোগী ফ্রি টিকিটে চিকিৎসাসেবা নিয়েছেন।’
বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের হাসপাতালে ফ্রি টিকেটে চিকিৎসা দিয়েছি এবং একই সঙ্গে পতাকা অর্ধনমিত রাখাসহ অন্যান্য কর্মসূচি পালন করেছি।’
দিবসটি পালন উপলক্ষে ৪ হাজার ৪৮২ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। দিবসটি পালন উপলক্ষে এবারই প্রথম বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হলো।
বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিসিন অনুষদে ২ হাজার ৭৮২ জন, সার্জারি অনুষদে ১ হাজার ৫০০ জন এবং দন্ত অনুষদে ২০০ জনসহ মোট ৪ হাজার ৪৮২ জন রোগীকে সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক, চিকিৎসকরা চিকিৎসাসেবা দিয়েছেন।’
সকালে বিএসএমএমইউ’র উন্মুক্ত মঞ্চে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। এ ছাড়া অন্যান্য কর্মসূচিও পালিত হয়েছে।

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন