X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলনের নেতা সাখাওয়াত কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৯:৪৮আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:৫৫





আদালত তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা সাখাওয়াত হোসেন ওরফে রনি ওরফে রাতুলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই যুগ্ম আহ্বায়কের পক্ষে জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।


বুধবার (১৫ আগস্ট) রমনা থানায় দায়ের করা এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক মো. সজীবুজ্জামান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাখাওয়াতকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। পরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক লস্কর সোহেল রানা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে সাখাওয়াতের পক্ষে জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিন ঠিক করেন।
সাখাওয়াতের আইনজীবী জায়েদুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
এর আগে সাখাওয়াতের ১০ আগস্ট দুদিন এবং ১৩ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে উসকানিমূলকভাবে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সাখাওয়াত হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রমনা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। এরপর গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া