X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আরব আমিরাতে সাধারণ ক্ষমায় দেওয়া ছয় মাসের অনুমতি ওয়ার্ক পারমিট নয় : রাষ্ট্রদূত

কামরুল হাসান জনি, আরব আমিরাত
১৫ আগস্ট ২০১৮, ২২:৩৭আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২২:৪৬

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা

অবৈধ অভিবাসীদের জন্যে সম্প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ১ আগস্ট থেকে শুরু হওয়া তিন মাস মেয়াদি এই সাধারণ ক্ষমা কার্যকর থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। আর এই ঘোষণার সুযোগ নিয়ে ‘চাকে ঢিল পড়া মৌমাছি’র মতো ছুটে বের হয়ে আসছেন লুকিয়ে থাকা প্রবাসীরা। অন্যান্য দূতাবাসের মতোই আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে প্রতিদিন ভিড় করছেন এমন হাজার হাজার প্রবাসী। কাজের খোঁজে অবৈধভাবে দেশটিতে ঢুকে পড়া বা মেয়াদ শেষেও দেশে না ফেরা এসব অবৈধ অভিবাসীর প্রত্যাশা,বেঁধে দেওয়া এই তিন মাসের মধ্যে তারা পেয়ে যাবেন বৈধতা, ঠিকঠাক কাগজ নিয়ে নতুন করে কাজ শুরু করবেন তারা। 

তবে এই সাধারণ ক্ষমা বৈধ হওয়ার পথে একটি জরুরি পদক্ষেপ হলেও এটি কোনও অবৈধ অভিবাসীকে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) দিচ্ছে না।

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের সাধারণ ক্ষমার ঘোষণা অনুযায়ী, প্রত্যেক অবৈধ নাগরিক আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন কর্মসংস্থানের সন্ধান ও বসবাসের জন্যে পাবেন ছয় মাসের অনুমতি পত্র। এই অনুমতি পত্র দেখিয়ে নতুন করে ভিসা নবায়নসহ স্থায়ীভাবে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি হবে। তবে যেসব অবৈধ নাগরিক এই ছয় মাসের অনুমতি পত্র গ্রহণ করবেন, তারা কোনোভাবেই এটি দিয়ে কাজ করতে পারবেন না।

তিনি প্রবাসীদের সতর্ক করে বলেন, ‘ছয় মাসের অনুমতি পত্র কোনও ওয়ার্ক পারমিট নয়। এটি শুধুমাত্র বৈধ হওয়ার জন্যে একটি সময় বেঁধে দেওয়া দলিল। যারা এই দলিল সংগ্রহ করেও বৈধ না হয়ে কাজে লেগে যাবেন, তারা স্থানীয় প্রশাসনের হাতে ধরা পড়লে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।’

অবৈধ থেকে বৈধতা নেওয়া প্রবাসীরা কোন কোন সেক্টরে ভিসা লাগাতে পারবে এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘আমিরাত সরকারের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশিরাও সমান সুযোগ পাবেন। সব সেক্টরেই তারাও ভিসা ব্যবহার করতে পারবেন। তবে তহসিল অফিস ভিন্ন কথা বলতে পারে। ভিসা লাগানোর জন্যে প্রবাসীদের চেষ্টা করতে হবে। স্পন্সর পাওয়ার পর যাবতীয় কাগজপত্র জমা করেও যারা ভিসা লাগাতে পারছেন না তারা প্রমাণসহ সরাসরি দূতাবাসে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা নেবো।’

/টিএন/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!