X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কওমি সনদের স্বীকৃতি: প্রধানমন্ত্রীকে কাতার প্রবাসী উলামাদের অভিনন্দন

জাকারীয়া আহাম্মেদ খালিদ, কাতার
১৬ আগস্ট ২০১৮, ১৭:৫৫আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৭:৫৫

কাতার প্রবাসী উলামারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি বিল মন্ত্রীসভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কাতার প্রবাসী উলামা-মাশায়েখ ও কমিউনিটির নেতারা। তারা বলেন, ‘এই স্বীকৃতি কাওমি মাদ্রাসার সন্তানদের জন্য মেধা ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশ ও জাতির কল্যাণে তাদের ব্যাপক অবদান রাখার সুযোগ সৃষ্টি করবে।’ গত মঙ্গলবার (১৪ আগস্ট) কাতারের রাজধানী দোহার দাওয়াত রেষ্টুরেন্টে আলনূর কালচারাল সেন্টার আয়োজিত ‘কওমি সনদের স্বীকৃতি: প্রত্যাশা ও আকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

নির্বাহী সদস্য মুফতি আহসান উল্লাহর সভাপতিত্বে ওই সভায় প্রধান আলোচক ছিলেন, আলনূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন, কাতার শখার সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ কাতার শাখার (একাংশ) সভাপতি শফিকুল ইসলাম প্রধান, ইসলামী আন্দোলন কাতারের সেক্রেটারি মাওলানা তোয়াহা সিদ্দিকী, ঢাকা সমিতির সহসভাপতি প্রকৌশলী আলিমুদ্দিন, কফিল উদ্দিন, মুফতি আব্দুল কাদের শাহীন ও প্রকৌশলী আবু ওয়ালীদ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, প্রখ্যাত কারি ও হাফেজ নূর মুহাম্মদ, হাফেজ জুনাইদ, কারি মুস্তাফিজুর রহমান ও হাফেজ সাফওয়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাতার ইসলামী সেন্টারের গবেষক প্রকৌশলী মাওলানা সৈয়দ মাহবুব আলম, আলনূর শিক্ষা বিভাগীয় সহকারী পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য হাফেজ লোকমান, কারি ইব্রাহিম, রাকিবুল ইসলাম, ফজলে রাব্বি প্রমুখ।

অনুষ্ঠানে মাওলানা ইউসুফ নূর বলেন, ‘১৮৬৮ সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশে ইসলামী রেনেসাঁর নতুন অধ্যায় শুরু হয়। এই ধারাবাহিকতায় ১৯০১ সালে চট্টগ্রাম দারুল উলুম হাটহাজারীর গোড়াপত্তনের মধ্য দিয়ে বাংলাদেশে কওমি ধারার শুভ সূচনা হয়। আজ শুধু উপমহাদেশ নয়, দুনিয়াজুড়ে কওমি মাদ্রাসার জয়জয়কার। এক নিউইয়র্ক শহরেই রয়েছে কয়েকশ কওমি সেন্টার। কওমি মাদ্রাসার মেধাবী সন্তানেরা হিফজুল কুরআন, ইসলামী ফিকহ ও আরবী সাহিত্যে আন্তর্জাতিক পুরস্কার জিতে দেশের মুখ উজ্জল করেছে। কাতারে প্রায় হাজার খানেক ইমমি-মুয়জ্জিন ও কুরআন প্রশিক্ষক রয়েছে, যাদের অধিকাংশই কওমি পড়ুয়া।’

তিনি আরও বলেন, ‘এ স্বীকৃতি আমাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। এ স্বীকৃতির কারণে কওমি ছাত্ররা পৃথিবীর খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনার সুযোগ পাবে। ইসলামী বিভাগসমূহ তাদের দ্বারা উপকৃত হবে। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের কর্মপরিধি বাড়বে। তবে সরকারি সংশ্লিষ্টতার কারণে অতীতে পৃথিবীর বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের স্বকীয়তা হারানোর নজীরও কম নয়। তাই উলামা-মাশায়েখদের সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে কওমি মাদ্রাসা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়। এটি ইসলামের দূর্গ, মানবতা ও নৈতিকতার পতাকাবাহী এবং জাতির অতন্দ্র প্রহরী।’

নজরুল ইসলাম বলেন, ‘আমরা সকলেই কওমি মাদ্রাসার ছাত্র। আমাদের ইসলামী চেতনার মুলেই রয়েছে কওমি মাদ্রাসা। কওমি সনদের স্বীকৃতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ।’ তিনি আরও বলেন, ‘কওমি আলেমদের অগ্রসর চেতনার আরেক উদাহারণ আলনূর কালচারাল সেন্টার। কাতারে আমরা এর দ্বারা উপকৃত হচ্ছি। নিউইয়র্কেও আলনূর সেন্টারের কার্যক্রম স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে।’

মাওলানা তোয়াহা সিদ্দিকী বলেন, ‘উলামা মাশায়েক ও শাসকদের নেক ঐক্য ইসলাম ও দেশের জনকল্যাণ বয়ে আনে কওমি স্বীকৃতি এর উজ্জল প্রমাণ।’

প্রকৌশলী আলীম উদ্দিন বলেন, ‘জাতির মেধাবী সন্তানেরা কওমি মাদ্রাসায় পড়ে। কারণ আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া ঐশি জ্ঞান লাভ সম্ভব নয়।’

শফিকুল ইসলাম প্রধান বলেন, ‘উলামা মাশায়েখ জাতির দরদি অভিভাবক। তারা আমাদের দূরে ঠেলে দিতে পারেন না। তারা কল্যাণের উৎস। প্রশাসন ও জাতীয় নেতারা এ উৎস থেকে নিজেকে বঞ্চিত রাখলে তা হবে দুঃখজনক।’

/আইএ/
সম্পর্কিত
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
প্রেমিকের বাড়ি কিশোরগঞ্জে এলেন মালয়েশিয়ার তরুণী, হলো বিয়ে
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’