X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত অনেক কিছু পাল্টে দিয়েছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ২০:২০আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২০:২৩

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি) দেশের অনেক ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করার সিদ্ধান্তই অনেক কিছু পাল্টে দিয়েছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ আজকে মর্যাদার আসনে উঠে এসেছে।’ বৃহস্পতিবার (১৬ আগস্ট)  আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়  আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘এই দেশে হত্যার বিচার যেন না হয় সেজন্য আইন করা হলো। আজকে দুঃখের কথা, আমাদের শুনতে হয় যে, এখানে মানবতাবিরোধী কাজ চলছে। হিউম্যান রাইটসের ব্যাপারে আমাদের অনেকেই জ্ঞান দেন। তাদের কাছে একটাই প্রশ্ন, সেই দিন আপনারা কোথায় ছিলেন? সেই ২১ বছর আপনারা কোথায় ছিলেন, যখন এই দেশে ইনডেমনিটি অর্ডিনেন্স (দায়মুক্তি অধ্যাদেশ) ছিল? আপনারা তো কেউ মুখ খুলে বলেনি, এই ইনডেমনিটি অর্ডিনেন্স বাতিল করতে হবে। এমন অনেক লোক আছেন, যারা সেই দিন রাষ্ট্রপতি নির্বাচনে নমিনেশন পেয়েছিলেন নৌকা মার্কায়। কিন্তু ইনডেমনিটি অর্ডিনেন্স তুলে নেওয়ার দাবি কিন্তু তারা করেননি।’

আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর দিয়ে যাওয়া দেশকে সোনার বাংলায় রূপান্তর করে তার প্রতি আমাদের ঋণ পরিশোধ করি। বঙ্গবন্ধু জীবনের শেষদিন পর্যন্ত আপস করেননি। বঙ্গবন্ধু সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে গেছেন।’

পদ্মা সেতুর অর্থায়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর কন্যার কারণে বাঙালি মর্যাদার আসনে বসেছি। তার দৃঢ়তার কারণে আজকে আমরা এখানে বসেছি। পদ্মা সেতু অর্থায়নে যখন বিশ্বব্যাংক তাদের অর্থ দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছিল। সেই সময়ে অনেক সিভিল সোসাইটি তাদের নিয়ে ডিনার খেয়েছে। তখন প্রধানমন্ত্রী নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। প্রধানমন্ত্রীর কথা শুনে তারা সেদিন হেসেছিল। কিন্তু আজকে পদ্মা সেতু নিজের টাকায় করার অভিপ্রায় ও সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার কারণেই বাংলাদেশের চিত্র বদলে গেছে। তারা ভাবতে পারেনি এই নেত্রী যা বলেন, তা-ই করেন। যেটা বলেন সেটা বুঝেই বলেন।’ 

আনিসুল হক আরও বলেন, ‘আমাদের অগ্রযাত্রা চলছে। আমরা যদি বঙ্গবন্ধুর কন্যার পেছনে ঐক্যবদ্ধ থাকি, বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করি, তাহলে শুধু আপনাদের নয়, আপনাদের সন্তানেরাও কিন্তু বলতে পারবে আমাদের একটা দেশ আছে।’

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগীয় সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা বিনতে কাদির, অতিরিক্ত সচিব নাসরিন সুলতানা, নিবন্ধন অধিদপফতরের মহাপরিচালক খান মো. আবদুল মান্নান প্রমুখ।

 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!