X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ২৪ ঘণ্টায় অজ্ঞান পার্টির ৫৭ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ১৮:১০আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৮:১৫

 

গ্রেফতারের প্রতীকী ছবি


গত ২৪ ঘণ্টায় রাজধানীর গুলিস্তার, নিউমার্কেট, শাহবাগ, সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫৫৩টি চেতনানাশক ট্যাবলেট, সাত কৌটা মলম ও সাত বোতল বিষ মেশানো পানীয় জব্দ করে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৮ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।
তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ রাজধানীর শ্যামপুর ও জুরাইন থেকে সাতজন, সিরিয়াস ক্রাইম টিম রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট ও শাহবাগ থেকে ৩১ জন, গোয়েন্দা পূর্ব বিভাগ সায়েদাবাদ থেকে সাতজন ও গোয়েন্দা দক্ষিণ বিভাগ নিউমার্কেট থেকে ১২ জনসহ মোট ৫৭ জনকে গ্রেফতার করেছে।’
গ্রেফতার হওয়া অজ্ঞান পার্টির সদস্যদের বরাত দিয়ে আবদুল বাতেন বলেন, ‘প্রথমে তারা কোনও ব্যক্তিকে টার্গেট করে সখ্য স্থাপন করে। এরপর তাদের অন্য সদস্যরা ওই ব্যক্তি ও তাদের অন্য সদস্যকে ট্যাবলেট মিশ্রিত খাবার খেতে আমন্ত্রণ জানায়। ওই ব্যক্তি রাজি হলে ট্যাবলেট মেশানো খাবার খাওয়ায় এবং নিজেদের সদস্যরা সাধারণ খাবার খায়। খাওয়ার পর ওই ব্যক্তি অচেতন হলে তার টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত সটকে পড়ে অজ্ঞান পার্টির সদস্যরা। এক্ষেত্রে অজ্ঞান পার্টির সদস্যরা খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি, পান, ক্রিম জাতীয় বিস্কুট ইত্যাদি ব্যবহার করে থাকে।
নগরবাসীকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে আব্দুল বাতেন বলেন, নগরবাসীকে সতর্ক করতে আমরা বিভিন্নভাবে বলছি, কিন্তু নিজেদের অসতর্কতার জন্যই মূলত বিপদে পড়েন তারা। গণপরিবহনে যারা চলাচল করেন তারা বিশেষ করে ফুটপাত ও হকারদের কাছ থেকে কোনও কিছু কিনবেন না, খাবেন না।
যদি নগরবাসী সচেতন হয়, তবে অজ্ঞান পার্টির সদস্যদের দৌরাত্ম্য রোধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: অজ্ঞান পার্টির ৫৭ সদস্যসহ রাজধানীতে ৭৯ জন আটক

 

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না