X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পরবর্তী সংসদ অধিবেশনে আরপিও সংশোধনী প্রস্তাব তোলার চেষ্টা থাকবে: কবিতা খানম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ২২:২৮আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২২:৩৯

কবিতা খানম নির্বাচন কমিশনের (ইসি) দৃশ্যমান কোনও তৎপরতা না থাকলেও রবিবার হঠাৎ করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কথা বললেন নির্বাচন কমিশনার কবিতা খানম। আরপিও সংশোধন করে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান যুক্ত করার কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ইভিএম ব্যবহারের বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আছে। চলতি জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে আরপিও সংশোধনী প্রস্তাব তোলার চেষ্টা থাকবে।’ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রবিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, আরপিও সংশোধন করতে হলে কমিশন থেকে প্রথমে অনুমোদন নিয়ে তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাতে হবে। পরে সেটা মন্ত্রিপরিষদে যাবে অনুমোদনের জন্য। মন্ত্রিসভার অনুমোদনের পর জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন হবে। এরপর তা যাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে। সেখান থেকে সংসদে রিপোর্ট এলে সেটা পাস হবে। তবে সংসদ অধিবেশন না থাকলে মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তা জারি হতে পারে। সংসদ অধিবেশন না থাকলে জরুরি কোনও আইন প্রণয়নের প্রয়োজন পড়লে সাধারণত এটি হয়ে থাকে। আগামী ৯ সেপ্টেম্বর বসছে জাতীয় সংসদের অধিবেশন। এই অধিবেশনই চলতি দশম সংসদের শেষ অধিবেশন হওয়ার সম্ভাবনাই বেশি।
গত বছরের জুলাইয়ে নিজেদের কর্মপরিকল্পনায় ইসি’র ২০১৮ সালের ফেব্রুয়ারির মধ্যে আরপিওসহ প্রয়োজনীয় নির্বাচনি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী কমিশনার কবিতা খানমের নেতৃত্বে গঠিত ইসির আইন সংস্কার কমিটি একটি প্রস্তাবনা তৈরি করে গত ১২ এপ্রিল কমিশন সভায় উত্থাপন করে। তবে কমিশন তা অনুমোদন না করে কিছু পর্যবেক্ষণ দিয়ে ফেরত পাঠায়। এরপর কার্যত থমকে যায় আরপিও সংশোধনীর প্রস্তাব। পরে গত ১৫ জুলাই ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনসহ বেশকিছু গণমাধ্যমকে বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের আগে ইসির আরপিও সংশোধনীর পরিকল্পনা নেই।’ তবে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হলে আরপিও সংশোধনীর প্রয়োজন পড়বে বলে উল্লেখ করেন তিনি।
আরপিও সংশোধনীর বিষয়ে ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির প্রধান কবিতা খানম সাংবাদিকদের বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের কাজ চলছে। আরপিও সংশোধনের কাজ চলছে। এটি নিয়ে দুটি কমিশন বৈঠকও হয়েছে। আরপিও পর্যালোচনার মধ্যে আছে। কমিশনের কিছু পরামর্শ ও পর্যবেক্ষণ ছিল। তাঁরা কাজ করছেন। সেখানে কিছু সংশোধন বা আরও কিছু প্রস্তাবনা এসেছে। এখন এটি কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরপিও তো আমরা পাস করতে পারবো না। এ বিষয়ে আগে কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এটি পাঠাতে আমরা কাজ করছি। কমিশনে সিদ্ধান্ত হলে তারপর সংসদে পাঠানো হবে।’
জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাবনার বিষয়ে কবিতা খানম বলেন, ‘জাতীয় সংসদে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করতে হলে সক্ষমতা বাড়াতে হবে। শুধু যন্ত্র কিনলেই হবে না, যারা এর পেছনে থাকবে তাঁদের প্রশিক্ষিত করতে হবে। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।’

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!