X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি করবে কোস্টগার্ড

জামাল উদ্দিন
১৯ আগস্ট ২০১৮, ২২:৫৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৮:১১





কোস্ট গার্ড বাহিনী

জলসীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি করবে কোস্টগার্ড। এজন্য আলাদাভাবে আইটি-যোগাযোগ এবং গোয়েন্দা বিভাগ নামে দু’টি বিভাগ গঠন করা হচ্ছে এই বাহিনীতে। বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদন পেলেই এ দু’টি বিভাগের কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে কোস্টগার্ড কর্তৃপক্ষ চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ বাহিনীটিকে যুগোপযোগী করার লক্ষ্যে ২০১৩-২০৩০ সালের মধ্যে কোস্টগার্ডের রূপকল্প (২০৩০) বাস্তবায়নের জন্য তিন পর্যায়ে স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা উত্থাপন করা হয়। স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সদর দফতরে ১২টি পরিদফতরের মধ্যে ‘আইটি ও যোগাযোগ এবং গোয়েন্দা’ নামে দু’টি পরিদফতর চালুর প্রস্তাব করা হয়। ওই প্রস্তাবে বলা হয়— ‘সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ‘ব্লু ইকোনমি’ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দু’টি পরিদফতর সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করা হলে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।’
পরবর্তীতে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরিদফতরের বদলে ‘আইটি ও যোগাযোগ এবং গোয়েন্দা’ নামে দু’টি বিভাগ করার পক্ষে মতামত দেওয়া হয়। বর্তমানে এটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে রয়েছে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ দু’টি বিভাগ পুরোদমে কাজ শুরু করবে। এজন্য সার্বিক প্রস্তুতিও নেওয়া আছে বাহিনীর।
কোস্টগার্ডের অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তাবিত স্বল্প মেয়াদে তিন হাজার ৬৬৫ জন, মধ্য মেয়াদে একহাজার ৩৩৭ জন ও দীর্ঘ মেয়াদে একহাজার ১১৪ জন বিভিন্ন শ্রেণির জনবল বাহিনীর সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্তির পরিকল্পনা করা হয়। এছাড়া, স্বল্প মেয়াদে ৪৬টি, মধ্য মেয়াদে ১০টি, দীর্ঘ মেয়াদে ১২টি স্থাপনা এবং স্বল্প মেয়াদে ৬১টি, মধ্য মেয়াদে ৪৯টি ও দীর্ঘ মেয়াদে ৪১টি জলযান এবং দু’টি আকাশযান অন্তর্ভুক্তির পরিকল্পনা করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম

স্বল্প মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কোস্টগার্ড সদর দফতরে একটি অতিরিক্ত মহাপরিচালক পদ সৃষ্টিরও প্রস্তাব করা হয়েছিল। এ প্রস্তাবটি অনুমোদন হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
আইটি ও যোগাযোগ এবং গোয়েন্দা বিভাগসহ অন্যান্য বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ডের পরিচালক (পরিকল্পনা ও অর্জন) ক্যাপ্টেন এম মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাহিনীগুলোর মধ্যে কেবল কোস্টগার্ডই হচ্ছে পুরোপুরি প্রযুক্তিনির্ভর। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সর্বোচ্চ ব্যবহার করবে এ বাহিনী। প্রযুক্তির ব্যবহার করে কম জনবলের সাহায্যে বাহিনীর কর্মকাণ্ডে সর্বোচ্চ গতি এনে সাফল্য অর্জন করাই হচ্ছে কোস্টগার্ডের মূল উদ্দেশ্য।’
তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহার করে সীমান্তে অপরাধীদের ধরার জন্য বাহিনীর গোয়েন্দারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নজরদারি করবে। মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে প্রযুক্তি ব্যবহার করবে কোস্টগার্ড।’
আইটি ও যোগাযোগ এবং গোয়েন্দা বিভাগের কার্যক্রম চালুর বিষয়টি কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে কোস্টগার্ডের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি এখন একেবারেই শেষ ধাপে রয়েছে। এখন কেবল প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দফতরে ফাইলটি যাবে। সেখানে অনুমোদন হওয়ার পরপরই আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। এজন্য আমাদের সার্বিক প্রস্তুতিও নেওয়া আছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা