X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘চামড়ার দাম কম নির্ধারণ কওমি মাদ্রাসা ধ্বংসের চক্রান্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৮, ১৬:৩৬আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৬:৩৯

সংবাদ সম্মেলনে কওমি ফোরামের নেতারা কোরবানির পশুর চামড়ার দাম ২০১৩ সালের তুলনায় এবার অর্ধেকের চেয়ে কম নির্ধারণ করে দেশের কওমি মাদ্রাসা এবং চামড়া খাতকে ধ্বংসের  চক্রান্ত করছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশ্রয় পাওয়া ট্যানারি সিন্ডিকেট। সোমবার (২০ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কওমি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের সমন্বয়ক মুফতি সাখাওয়াত হোসাইন।

সংবাদ সম্মেলনে কওমি ফোরামের পক্ষ থেকে জানানো হয়,  ২০১৩ সালে সরকার নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৮৫ থেকে ৯০ টাকা, আর ঢাকার বাইরে ৭৫ থেকে ৮০ টাকা দরে কেনা হয়। সারাদেশে তখন প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা। এবার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ধরা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। আর খাসির চামড়ার দাম ধরা হয়েছে প্রতিফুট ১৮ থেকে ২০ টাকা। অর্থাৎ ছয় বছরে ক্রমানয়ে কমিয়ে এনে এবছর চামড়ার দাম কমানো হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা।

সংবাদ সম্মেলনে বলা হয়, কওমি মাদ্রাসাগুলোর ২০ লাখ ছাত্র-শিক্ষক ঈদের আনন্দ বাদ দিয়ে চামড়া সংগ্রহের কাজে ব্যস্ত থাকে। এবছর চামড়ার যে দাম নির্ধারণ করা হয়েছে, তাতে চামড়া সংগ্রহের যাতায়াত ব্যয়ের টাকা উঠানোও কঠিন হবে। এ অবস্থা চলতে থাকলে কওমি মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহের কাজ থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তখন সারাদেশের আনাচে-কানাচের কোরবানির চামড়া সংগ্রহ করা সরকার এবং ট্যানারি সিন্ডিকেটের পক্ষে সম্ভব হবে না। ফলে চামড়া শিল্পে নেমে আসবে কঠিন বিপর্যয়। কোরবানির চামড়ার ন্যায্য মূল্যের ওপর গরিব ও এতিমদের হক আদায়ে ব্যর্থতার দায়ভার নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকার ও ট্যানারি সিন্ডিকেটকে। কারণ, কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করে সংগৃহীত অর্থ গরিব এবং এতিমদের মাঝে বিতরণ ওয়াজিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— মাওলানা হাসান জামিল, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা রুহুল আমীন সাদী, মুফতি এনায়েতুল্লাহ প্রমুখ।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা