X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাসে ‘মোড়া সার্ভিস’!

শাহেদ শফিক ও রশিদ আল রুহানী
২০ আগস্ট ২০১৮, ২২:৪২আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০৯:৫৯

পূর্বাশা পরিবহনের বাসের ভেতরে মোড়ায় যাত্রী বসানো হয়েছে

ঈদযাত্রায় দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বাসের ভেতরের পাশাপাশি ছাদেও যাত্রী নেওয়ার অভিযোগ রয়েছে। তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। বাসের ভেতরের খালি জায়গায় বাড়তি যাত্রীদের বসানোর জন্য ‘মোড়া’ সার্ভিস দিচ্ছে পরিবহন কোম্পানিগুলো। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। অতিরিক্ত মুনাফার জন্যই এই কাজটি করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে এই চিত্র দেখা গেছে।

সোমবার (২০ আগস্ট) দুপুরের গাবলতী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের (১৪-৬৬৭৭) নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছে। এসব যাত্রীর জন্য বাসের মাঝপথ ও পিছনের খালি জায়গায় বাঁশের তৈরি মোড়া বসানো হয়েছে। পাশাপাশি বাসের ইঞ্জিনকভারেও যাত্রী নেওয়া হয়েছে। এ নিয়ে নির্ধারিত আসনের যাত্রীদের সঙ্গে বাসের চালক, সুপারভাইজার ও কাউন্টার ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি হয়।

শুধু পূর্বাশা পরিবহন নয়, একই চিত্র দেখা গেছে ঢাকা থেকে দর্শনাগামী রয়েল এক্সপ্রেস, ঢাকা থেকে যশোরগামী ইগল পরিবহন, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ডিলাক্স পরিবহন ও ঢাকা থেকে মেহেরপুরগামী এসএম পরিবহনে।

এসব পরিবহানের প্রায় প্রতিটি বাসেই নির্ধারিত আসনের বাইরে ১০ থেকে ১৫ জন করে যাত্রীকে মোড়ায় বসিয়ে নেওয়া হচ্ছে।

পূর্বাশা পরিবহনের বাসটির টার্মিনাল থেকে দুপুর দেড়টায় ছেড়ে যাওয়ার কথা। যাত্রীদের অভিযোগ,সময়মতো যাত্রীরা নিজ নিজ আসনে বসলেও অতিরিক্ত যাত্রী তোলার জন্য বাসটি ছাড়তে দেরি করে কাউন্টারের লোকজন। ৪২ সিটের বাসটিতে মোড়া দিয়ে বাড়তি যাত্রী ওঠানো হয় নয়জন। ইঞ্জিনকভারে বসানো হয় আরও  চার যাত্রীকে। অতিরিক্ত যাত্রীর ঝুঁকি নিয়ে দীর্ঘ ২৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে সবাইকে। বাসটি গাবতলী টার্মিনাল থেকে যাত্রা শুরু করে ৩০ মিনিট পর, বেলা ২টায়।

এর আগে মোড়াসহ বাড়তি যাত্রী তোলার সময় সাধারণ যাত্রীরা প্রতিবাদ করেন। তখন পরিবহনটির কাউন্টারের দায়িত্বে থাকা সুপারভাইজার সুজন যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা প্রতিদিনই মোড়া দিয়ে যাত্রী নিচ্ছি, কেউ তো কিছু বলে না। আপনাদের সমস্যা কী? বেশি সমস্যা হলে গাড়ি থেকে নেমে যান, আমাদের যাত্রীর অভাব নেই।’

কয়েজন এর প্রতিবাদ করলে যাত্রীদের হাত উঁচিতে মারতে তেড়ে যান সুজন। বাস থেকে নেমে জানালা দিয়ে যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাস থেকে নাম, কী করতে পারি দেখাচ্ছি।’

যাত্রীদের হুমকিধমকি দেন পূর্বাশা পরিবহনের লোকজন

পলাশ নামে পূর্বাশা পরিবহনের যাত্রী ও একটি প্রাইভেট ব্যাংকের কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসে এভাবে মোড়া বসিয়ে বাড়তি যাত্রী তোলা নিষিদ্ধ। এরপরও এরা যাত্রী তুলেছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতি ঈদেই তারা করে। আমরা এর প্রতিবাদ করলে যাত্রীদের সাথে কাউন্টারের একজন দুর্ব্যবহার করে, গালিগালজ করে এবং বাস থেকে নেমে যেতে বলে।’

একই বাসের রাইসুল ইসলাম নামে আরেক যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসটি দেড়টায় ছাড়ার কথা ছিল। কিন্তু বাসটি বাড়তি যাত্রী তোলার জন্য ৩০ মিনিট অপেক্ষা করে ছেড়েছে। প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে। শুধু এরা নয়, বেশির ভাগ পরিবহনই এমন বাড়তি যাত্রী বহন করছে।’ এদের লাগাম টেনে ধরা উচিত বলে মন্তব্য করেন তিনি।

জানতে চাইলে এই পরিবহনের গাবতলী কাউন্টারের দায়িত্বে থাকা বিদ্যুৎ নামের একজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে আমরা যাত্রীদের মোড়া দিচ্ছি না। অনেকেই জোর করে নিচ্ছে। যারা কষ্ট স্বীকার করে যেতে চাইছে তাদের মোড়া দেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি।’

দূরপাল্লার বাসে নির্ধারিত আসনের বাইরে যাত্রী নেওয়ার সুযোগ আছে কিনা, জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

এজানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ তালুকদার সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে এতদিন সমস্যা ছিল না। আজ  (সোমবার) গার্মেন্টের ৪০ লাখ শ্রমিকের একযোগে ছুটি হয়েছে। আমাদের যে পরিমাণ ক্যাপাসিটি আছে তার চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী। এই মানুষগুলোকে তো বাড়ি যেতে হবে। এ জন্য হয়তো কিছু কিছু পরিবহন কাজটি করছে। এটা যদি না করা হয় তাহলে অনেক মানুষ ঈদে বাড়ি যেতে পারবে না। বাস্তবতার ওপর ভিত্তি করেই বিষয়টি মেনে নিতে হচ্ছে।’

 

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা