X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘লাঠিয়াল বাহিনীর কারণে বনরূপা হাটে নামতে বাধ্য হলাম’

শেখ জাহাঙ্গীর আলম
২১ আগস্ট ২০১৮, ০১:১০আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০২:১৬

বনরূপা পশুর হাট

‘গরু নিয়ে কমলাপুর হাটে যাতি (যেতে) চাচ্ছিলাম, কিন্তু বিমানবন্দর পার হলাম আর রোডের পাড়ে থাকা একদল লাঠিয়াল বাহিনী জোর করে আমার গরুর গাড়ি এই পশুর হাটে ঢুকায়া দিছে। এখন কী করি? গরু তো বেচা লাগবে, এদিকে তারাও যাতি দিচ্ছে না। অনেক্ষ চেষ্টা করেও পারি নাই। লাঠিয়াল বাহিনীর কারণে বাধ্য হয়ে খিলক্ষেত বনরূপা হাটেই গরু নামাতি (নামানো) হয়েছে।’ 

সোমবার (২০ আগস্ট) রাজধানীর খিলক্ষেত বনরূপা কোরবানির পশুর হাটে এ প্রতিবেদককে অনেকটা এভাবেই বলেছেন মো. জিন্নাত আলী নামের এক ব্যবসায়ী। তার সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়ার মিরপুর থানার হালসা বাজার এলাকা থেকে ১২টি গরু নিয়ে এসেছেন তিনি। এরমধ্যে বিশাল আকারের গরু একটি। এটিই বনরূপা পশুর হাটের সবচেছে বড় গরু। 

এই ব্যবসায়ী আরও বলেন, ‘আমার একখান বড় গরু ছিল। সেটা দেখেই আমার গাড়ি আর আগে যেতে দেয়নি। জোর করে এই হাটেই নামালো। কিন্তু এত বড় গরু কেনার মানুষ এই হাটে নেই। আমরা তো ব্যবসা করি, তাই জানি, কোন হাটে কোন ধরনের গরু বিক্রি হবে। আমার গরুর দাম সাড়ে তিন লাখ টাকা, এই হাটে আমি গরুর দাম পাচ্ছি না। ক্রেতারা যে দাম বলে, তাতে এই গরু বিকবে (বিক্রি) না ভাই।’

জোর করে বনরূপা হাটে গরু নামানোর প্রসঙ্গে জিন্নাত আলী জানান, ‘লাঠিয়াল বাহিনী একপ্রকার মারধর করেই এই হাটে আমার গরু নামাইছে। গাড়ি আটকে দিয়ে বলে আর সামনে যেতে পারবা না। গরু নামলে এই হাটেই নামবে। তখন আমি কী করবো? কোনও উপায় না দেখে বাধ্য হয়ে এই হাটে নামিছি।’   

উত্তরা ১২ নম্বর পশুর হাট

ক্ষোভ প্রাকশ করে তিনি আরও বলেন, ‘এখন যদি গরুটা অন্য হাটে নিয়ে যেতে চাই, তবে ১০ হাজার টাকা হাসিল করিয়ে নিয়ে যাতি (যেতে) হবে। এদিকে ১০ হাজার টাকা আবার গাড়ির খরচ। সব মিলায়ে গুরু আমার লসে বিক্রি করতি হবে। তাই কপালে যা আছে, দাম পালি পরে বিক্রি করবো নয়তো পালের গরু পালেই থাকবে। কারণ এটা আমার পালা গরু। খুব আদর কইরে আমি পাইলেছি।’ 

রাজধানীর বিভিন্ন হাটে আসা গরু ব্যবসায়ীরা জানায়, হাটের বিভিন্ন পয়েন্টে ইজাদাররা তাদের লাঠিয়াল বাহিনী রেখে দিয়েছে। এই লাঠিয়াল বাহিনী গভীর রাত থেকে ভোর পর্যন্ত সড়কে অবস্থান করে। ওই সময় সড়কগুলো থাকে ফাঁকা, সেসময় আসা গরুবোঝাই ট্রাকগুলো ব্যবসায়ীদের ইচ্ছের বিরুদ্ধে  হাটে নামাতে বাধ্য করে। তবে গত বছরগুলোর তুলনায় এ বছর এসব ঘটনা অনেক কম। আগের বছরগুলোতে দিনে-দুপুরে পশুবোঝাই ট্রাক ছিনিয়ে হাটে প্রবেশ করাত এই লাঠিয়াল বাহিনীরা। এই বছর সেটা নাই। যা হয় তা গোপনে। আবার তারা র‌্যাব-পুলিশ দেখলে কেটে পড়ে।’  

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পশুরহাটে ইজারাদারদের কোনও লোক সড়কে থাকতে পারবে না এটি আমরা নিশ্চিত করেছি।  প্রথম দিকে ইজাররা গরুবোঝাই ট্রাক জোর করে হাটে প্রবেশের চেষ্টা করলেও আমরা তাদের এই কার্যক্রম সফল হতে দেইনি। এই বিষয়ে আমরা তৎপর রয়েছি।’  

গত বৃহস্পতিবার (১৬ আগস্ট) ঝিনাইদহ থেকে ১৭টি গরু নিয়ে ঢাকা খিলক্ষেত বনরূপা পশুর হাটে এসেছেন ব্যাপারী আক্কাস আলী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতবার সড়কের মাঝে থেকেই গরুবোঝাই ট্রাক আটকে টানাটানি করতো। আমিও ওদের মার খেয়েছিলাম। এবার আগেই শুনেছি যে, গাড়ির সামনে নির্দিষ্ট হাটের ব্যানার লাগালে সড়কে এই ঝামেলা নাই। তাই আমরা খিলক্ষেত বনরূপা হাটের নাম লিখে গাড়ির সামনে লাগিয়েছি। পথে কোথাও কোনেও সমস্যায় পড়তে হয়নি। আমরা আগেই এই হাট ইজারাদারের সঙ্গে যোগাযোগ করেছিলাম।’

বনরূপা পশুর হাটের সবচেয়ে বড় গরু

মানিকগঞ্জ থেকে ১৭টি গরু নিয়ে ঢাকার উত্তরা-১২ নম্বর সেক্টরে সোনারগাঁও জনপথে অস্থায়ী পশুর হাটে এসেছেন গরু ব্যবসায়ী মো. রাহাত মিয়া। ১২ হাজার টাকায় একটি ট্রাক ভাড়া করে মানিকগঞ্জ থেকে ঢাকায় গরু নিয়ে এসেছেন তিনি। তিনি বলেন, ‘পথে আসতে কোনও সমস্যা হয়নি। কোথাও কোনও চাঁদাবাজি নেই।’  

পুলিশ সদরদপ্তরের (মিডিয়া অ্যান্ড পিআর) এআইজি মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য পুলিশের সব ইউনিটের সদস্যরা তৎপর রয়েছে। সড়কে-মহাসড়কে কোথাও কোনও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এমন ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। এছাড়াও ব্যবসায়ীদের গরুবোঝাই ট্রাক কোনও হাটে জোরকরে প্রবেশের কোনও খবরও আমরা পাইনি। এসব বিষয়ে নিয়ন্ত্রণে পুলিশের সব ইউনিট কাজ করছে।’  তিনি আরও বলেন, ‘কোনও একজন ব্যবসায়ীর কাছ থেকে যদি এমন কোনও অভিযোগ পাই, তবে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’ 

 

/এসজেএ/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়