X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৮, ২০:২৭আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২০:৩২

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন শুরু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৬ আগস্ট) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই আবেদনের পর যাচাই-বাছাই করে সবচেয়ে ভালো অবস্থানে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তি করবে শিক্ষা মন্ত্রণালয়। আবেদন কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম জাকির হোসেন ভুঞা।

অতিরিক্ত সচিব বলেন, ‘পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা ধরেই কী পরিমাণ প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে তা নির্বাচন করা হবে।‘

মন্ত্রণালয় সূত্র জানায়, এমপিওভুক্তির আবেদন করতে শিক্ষার্থী সংখ্যা, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার, অবকাঠামো, প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ থাকা জায়গার তথ্য সরবরাহ করতে হবে। পরে ব্যানবেইস ও শিক্ষা বোর্ডের ডাটা বেইস থেকে এই তথ্য মিলিয়ে দেখা হবে। এসব শর্তের ওপর পয়েন্ট নির্ধারণ করা রয়েছে। সব মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা রয়েছে।‘

উল্লেখ্য, সারাদেশের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত কয়েকবছর থেকে আন্দোলন, অনশন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। গত ২৫ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করেন তারা। এর আগে গত ১০ জুন থেকে একই জায়গায় তারা অবস্থান কর্মসূচি পালন করেন। সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যান তারা।

/আরএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫