X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘অভ্যন্তরীণ ক্ষেত্রে দুই দেশ আন্তর্জাতিক আইন মেনে চললেই রোহিঙ্গা সমস্যার সমাধান আসবে’

ঢাবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩১

‘রোহিঙ্গাঃ পলিটিক্স, এথনিক ক্লিনজিং এন্ড আনসার্টেইনটি’বিষয়ক সম্মেলন বাংলাদেশ এবং মিয়ানমার এই দুই দেশ অভ্যন্তরীণ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চললেই রোহিঙ্গা সমস্যার সমাধান আসবে বলে মন্তব্য করেছেন হংকং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেলি লপার। শনিবার (১লা সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের মূল প্রবন্ধে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘রোহিঙ্গা: পলিটিক্স, এথনিক ক্লিনজিং এন্ড আনসার্টেইনটি’ বিষয়ক দুদিনব্যাপী এই সম্মেলনের মূল প্রবন্ধে কেলি লপার বলেন, আন্তর্জাতিক আইন মেনে চললেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব। তবে এটি বিলম্ব হতে পারে, আবার দ্রুতও হতে পারে। এটি হঠাৎ করে পাওয়া কোনও প্রক্রিয়া নয়। বিবদমান পক্ষগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় থাকাটাই মানবাধিকার। আন্তর্জাতিক, আঞ্চলিক ও দুই দেশ অভ্যন্তরীণ ক্ষেত্রে এই আইন মেনে চললে সমাধান আসবেই।

সম্মেলনে ‘দ্য রোহিঙ্গা, দ্য সার্চ ফর সলিউশনস, অ্যান্ড দ্য পোটেনশিয়াল অব হিউম্যান রাইটস ল' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি আরও বলেন, রোহিঙ্গা গণহত্যার মূলে ছিল বর্বরতা ও অমানবিকতা। নিজস্ব সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা একটি জাতির জন্মগত অধিকার। কিন্তু রাষ্ট্রের নাগরিকদের প্রতি মিয়ানমারের আচরণ সেই অধিকারকে ক্ষুণ্ন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেলন হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। সম্মেলনের কৌশলগত অংশীদার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘মিয়ানমার সেদেশের রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে, যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। রোহিঙ্গারা বাংলাদেশে এসে আমাদের জন্য একটি সংকট তৈরি করেছে। সংকট সমাধানে দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা সই হয়েছে, কিন্তু তার কোনও দৃশ্যমান অগ্রগতি নেই। বাংলাদেশসহ পুরো বিশ্ব এই সমঝোতার বাস্তবায়ন চায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয়ভাবে যে গণহত্যা চলেছে, সেখানকার নোবেল জয়ী রাজনীতিবিদ অং সান সু চি সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন, যা অত্যন্ত দুঃখজনক। এর আগেও রোহিঙ্গাদের বিষয়ে সমস্যা সামনে এসেছে, কিন্তু মিয়ানমার এর কোনো দীর্ঘমেয়াদি সমাধান করেনি। যার ফলে আজকে আবার রোহিঙ্গা সংকটের বিষয়টি সামনে এসেছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের যে সমাধানের কথা বলা হচ্ছে, তা বাস্তবায়ন করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে।

দুদিনব্যাপী সম্মেলনে ২১টি সেশনে ৭২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এরমধ্যে প্রথম দিনে ১২টি সেশনে চীন, ভারত, স্কটল্যান্ড, নেপাল, যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষক ও গবেষকদের ৩৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। শেষ দিনে আরও ৩৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এসআইআর/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া