X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জাবিতে র‌্যাগিং বন্ধে কঠোর নির্দেশনা ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৬





জাবিতে র‌্যাগিং বন্ধে তদন্ত প্রতিবেদন নিয়ে ইউজিসির বৈঠক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে (জাবি) র‌্যাগিং বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  রবিবার (৪ সেপ্টেম্বর) ইউজিসির অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় জাবিকে র‌্যাগিং বন্ধে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
ইউজিসির চেয়ার‌ম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জাবির প্রো-ভিসি, সব অনুষদের ডিন, প্রক্টোরিয়াল টিম ও আবাসিক হলের প্রভোস্ট, ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি, ইউজিসির সচিব ড. মো. খালেদ ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে মিজানুর রহমান নামে এক শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হলে প্রধানমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি)। ইউজিসি ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে। ওই কমিটি জাবি কর্তৃপক্ষকে র‌্যাগিং বন্ধে কঠোর হওয়ার সুপারিশসহ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ইউজিসিতে তদন্ত প্রতিবেদন জমা দেয় ইউজিসির সদস্য প্রফেসর ইউসুফ আলী মোল্লার নেতৃত্বাধীন তদন্ত কমিটি । ওই প্রতিবেদনের আলোকে এদিন অনুষ্ঠিত বৈঠকে জাবি কর্তৃপক্ষকে র‌্যাগিং বন্ধে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ দেয় ইউজিসি।

বৈঠকে ইউজিসির সদস্য অধ্যাপক ইউসূফ আলী মোল্লা বলেন, ‘জাবিসহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং একটি গুরুতর সমস্যা। এ সমস্যাটি সমাধানের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
সভায় জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমরা সবাই রাগিংয়ের বিরুদ্ধে। জাবি প্রশাসন ক্যাম্পাসে রাগিং ও অন্যান্য বেআইনি কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে। আশা করি আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।’

বৈঠক উপস্থিত ছিলেন, ইউজিসির এমন একজন কর্মকর্তা বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশের আলোকে জাবির শিক্ষার্থীদের মধ্যে সচেতনা বাড়ানোর নিদের্শনা দেয় ইউজিসি। একইসঙ্গে র‌্যাগিং বন্ধে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের সতর্ক করতে জাবিকে  নির্দেশনা দেয় ইউজিসি। পাশাপাশি র‌্যাগিংয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে  হল প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর হতে বলা হয়েছে।’

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংসহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা নিরসনে জাবি উপাচার্য মনোনীত প্রতিনিধি’র সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। কমিটি দ্রুত সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।

এই বিষয়ে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ইউজিসিতে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাবিতে র‌্যাগিং বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সম্মতি দিয়েছে।’



 

 

/আরএআর /এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…