X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিকে ৫১০৬ জন সঙ্গীত ও ক্রীড়াশিক্ষক নিয়োগ জানুয়ারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৫

প্রাথমিকে ৫১০৬ জন সঙ্গীত ও ক্রীড়াশিক্ষক নিয়োগ জানুয়ারিতে দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে সঙ্গীত ও শরীরচর্চা বা ক্রীড়া বিষয়ের শিক্ষক নিয়োগের পকিল্পনার অংশ হিসেবে প্রকল্পের আওতায় ৫ হাজার ১০৬ জন শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার। আগামী জানুয়ারিতে এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে।  সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো.  গিয়াস উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশে একসঙ্গে এত শিক্ষক নিয়োগ দিয়ে তাদের ব্যয় মেটানো সম্ভব হবে না। তাই চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি) আওতায় ৫ হাজার ১০৬ জন সঙ্গীত ও শরীরচর্চা বা ক্রীড়াশিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগামী নিয়োগ কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে এসব শিক্ষকের নিয়োগ রাজস্ব খাতে নেওয়া হবে। আর সারাদেশের প্রতিটি বিদ্যালয়ে একজন করে সঙ্গীত এবং শরীরচর্চা বা ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।’

এর আগে  প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে সঙ্গীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খুব দ্রুত এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওয়ায় সঙ্গীত বিষয়ের জন্য দুই হাজার ৫৫৩ জন ও শরীরচর্চা বা ক্রীড়া বিষয়ের জন্য দুই হাজার ৫৫৩ জন শিক্ষক নিয়োগ করা হবে। এসব শিক্ষকদের ক্লস্টারভিত্তিক নিয়োগ করা হবে।

শিক্ষকদের যোগ্যতা নির্ধারণ এখনও সম্পন্ন হয়নি। তবে সঙ্গীতের শিক্ষক নিয়োগে প্রাথমিকভাবে ন্যূনতম যোগ্যতা হিসেবে নারী প্রার্থীদের এইচএসসি পাস এবং সঙ্গীত কলেজ বা গ্রহণযোগ্য সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। আর প্রাথমিকভাবে পুরুষ প্রার্থীদের স্নাতক পাসসহ সঙ্গীত কলেজ বা গ্রহণযোগ্য সঙ্গীত প্রতিষ্ঠানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে।

একইভাবে শারীরচর্চা বা ক্রীড়া শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা ক্ষেত্রে এইচএসসি পাসসহ শারীরিক শিক্ষা কলেজ থেকে সার্টিফিকেট কোন্স সম্পন্ন হতে হবে। আর পুরুষ প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রাথমিকভাবে স্নাতক পাসসহ শারীরিক শিক্ষা কলেজ থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না