X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শিশুসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭




লাশ

রাজধানীর পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গেন্ডারিয়া লোহারপুল এলাকার বিদ্যুৎস্পৃষ্টে নয়ন (১২) নামের এক শিশু মারা গেছে। বসুন্ধরা আবাসিক এলাকায় এসএম ইজাজুল আমিন চৌধুরী (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আর ধানমন্ডিতে উদ্ধার করা হয়েছে জান্নাতুল ফেরদৌস আয়েশা নামে এক তরুণীর মৃতদেহ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এ তিন ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, ডেমরা স্টাফ কোয়াটারে বাবা মায়ের সঙ্গে থাকতো নয়ন।একমাস ধরে গেন্ডারিয়া মামার বাসায় ছিল। সেখানেই সে মারা গেছে।
নয়নের মামা মো. জনি জানান, নয়ন সকালে লোহারপুল তাদের বাসার পাশের একটি টিনসেড ঘরের চালে ওঠে ঘুড়ি পাড়ারা জন্য। সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক বেলা ১১টায় মৃত ঘোষণা করেন।
মৃতের খালা মলি আকতার অভিযোগ করেন, ওই বাড়ির লোকজন টিনের সঙ্গে বিদ্যুতের তার লাগিয়ে দেয়। আর সে কারণে নয়নের মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই বাসার চালে শিশুরা উঠলে তারা বকাঝকা করেন। বাচ্চারা খেলাধুলা করতে গেলে, চালে কখনও বল, কর্ক, কখনও ঘুড়ি পড়লে বাচ্চারা চালে উঠতো।
ভাটারা থানার উপপরিদর্শক কেএম জিয়াউল আলম জানান, বসুন্ধারা আবাসিক এলাকার এফ ব্লকের একটি বাসা থেকে বৃহস্পতিবার দুপুরে এসএম ইজাজ-উল-আমিন চৌধুরীর (৩০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় একাই থাকতেন। একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। বাড়ির কেয়ারটেকার মাসুদুল হাসানের শনাক্তমতে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বিকালে মর্গে পাঠানো হয়।
এসএম ইজাজ-উল-আমিন চৌধুরী রাজশাহীর চন্দ্রিমা থানার শাহরুহুল আমিনের ছেলে।
ধানমন্ডি উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৯/এ সড়কের একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌসী আয়েশার (১৮) মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়।
পরিবারের লোকজনদের বরাত দিয়ে তিনি জানান, ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন আয়েশা। পরিবারের লোকজন তাকে নামিয়ে রাখেন। সংবাদ পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এসআই সাইদুর রহমান জানান।

/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫