X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে সন্দেহ ও নেতিবাচক আচরণের শিকার বাংলাদেশিরা

লন্ডন প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৪

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের কয়েকজন জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী ঘটনার কারণে যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীরা নেতিবাচক আচরণের শিকার হচ্ছেন। বাংলাদেশি ছাড়াও এ তালিকায় রয়েছেন শ্রীলংকা, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশরাও। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান কমরেস পরিচালিত এশিয়ান নেটওয়ার্কের জরিপে এ তথ্যে উঠে এসেছে।

জরিপে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী দুই হাজার ২৬ জনের মতামত নেওয়া হয়, যাদের জন্ম ব্রিটেনে কিন্তু তারা বাংলাদেশ, শ্রীলংকা, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ।

জরিপের তথ্য এমন এক সময়ে প্রকাশিত হলো যখন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় দেশটিতে বসবাসকারী বাংলাদেশি নাঈমুর জাকারিয়া রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আর সিরিয়ায় পাড়ি দেওয়া অনেক ব্রিটিশ বাংলাদেশি স্কুলছাত্রীর এখনও হদিস পায়নি তাদের পরিবার। এসব ঘটনার জেরে ব্রিটেনে নতুন করে নেতিবাচক রূপে চিত্রিত হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিরা।

জরিপের তথ্যে দেখা গেছে, বাংলাদেশিসহ এক-তৃতীয়াংশ মনে করেন, তারা অন্যান্য নন-এশিয়ান কমিউনিটির তুলনায় খারাপ আচরণের শিকার হচ্ছেন। এদের মধ্যে ৫৯ শতাংশ বলেছেন, তারা অশোভন আচরণের শিকার হচ্ছেন। ৫৩ শতাংশ মনে করেন তারা অনর্থক সন্দেহের লক্ষবস্তুতে পরিণত হচ্ছেন।

ব্রিটিশ বাংলাদেশি সমাজকর্মী ও সাবেক কমিউনিস্ট নেতা নুরুর রহিম নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্রিটেনে জঙ্গিবাদের মূল হোতা পাকিস্তানিরা। কিন্তু এখন কৌশলে তারা নেপথ্যে চলে গেছে। আর ব্রিটিশ বাংলাদেশিরা বলির পাঁঠা হচ্ছেন। গুটিকয়েক বাংলাদেশির কারণে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যদি সন্দেহের শিকার হয় সেটা উদ্বেগজনক।

কমিউনিটির প্রবীণ নেতা কে এম আবু তাহের চৌধুরী বলেন, ‘এ দেশে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বাংলাদেশিরা। এ দেশের মূলধারায় ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন অনেক। এমন পরিস্থিতিতে গুটিকয়েক বিপথগামীর জন্য আমাদের সব অর্জন কোনোভাবেই ম্লান হয়ে যেতে পারে না। একইসঙ্গে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেটি দেখা এবং পারিবারিক অনুশাসনের চর্চাও জরুরি।’ 

লন্ডনে একটি কলেজের শিক্ষক ড. রেনু লুৎফা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, টেররিস্টদের কাজ হলো সমাজকে বিভক্ত করা। এদের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নাই। একটা বাংলাদেশি গ্রুপ এদের সঙ্গে রয়েছে বলে জানা গেছে।

নেতিবাচক আচরণের বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ আমরা হেনেস্তার শিকার হচ্ছি, কিন্তু এর দায় কাউকে হুট করে দেওয়া যাবে না। আমাদেরও কিছু সামাজিক দায় রয়েছে যা পালনে আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি।’

/ওআর/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!