X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩০





টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পুলিশ

দেশে দুর্নীতিগ্রস্ত শীর্ষ খাত হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গত ৩০ আগস্ট ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১৭’ শীর্ষক গবেষণা প্রতিবেদন এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি। তবে টিআইবির এ গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পুলিশ।



মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মো. সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে টিআইবির প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানানো হয়েছে।
লিখিত প্রতিবাদে বলা হয়েছে, এই জরিপে যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে কতজন বা আদৌ কেউ প্রত্যক্ষভাবে উল্লিখিত সময়ে পুলিশি সেবা নিতে গিয়েছিলেন কিনা তাও স্পষ্ট নয়। ফলে এরূপ একটি প্রতিবেদন শুধু শ্রুতিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি করা কতটা যৌক্তিক বা সঠিক তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা প্রতিবেদনে টিআইবি Empirical Study-এর ভিত্তিতে গবেষণা শেষ করেছে বলা হলেও প্রকাশিত গবেষণা প্রতিবেদনে পূর্বধারণার ওপর ভিত্তি করে পুলিশকে দুর্নীতিগ্রস্ত সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ এ প্রতিবেদন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও দেশের উন্নয়নের ধারা সমুন্নত রাখতে অক্লান্ত পরিশ্রম করা এই বাহিনীর সদস্যদের সম্পর্কে এই ধরনের অপরিপক্ক ও পূর্বধারণাপ্রসূত গবেষণার প্রকাশ বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে হতাশ করেছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সার্বিক পর্যালোচনায় বলা হয়েছে, টিআইবি প্রকাশিত এ জরিপের গবেষণা প্রতিবেদন সত্যিকার অর্থে স্পষ্ট, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর নয়। গবেষণা প্রতিবেদনে শাব্দিক ব্যবহার পর্যালোচনা করলে বিষয়টি সহজেই বোঝা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত সার্বিকভাবে কোনও একটি প্রতিষ্ঠান নয়, বরং কোনও ব্যক্তিবিশেষ দুর্নীতির সঙ্গে বিচ্ছিন্নভাবে সম্পৃক্ত থাকতে পারে। এক্ষেত্রে ব্যক্তি বিশেষের দায় কোনোভাবেই পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না। উপরন্তু পুলিশ ইন্টারনাল ওভারসাইট সব সময় পুলিশের অপেশাদার ও অনৈতিক কাজকর্মের ওপর তদারকি করে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণে তৎপর থাকে। সেক্ষেত্রে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঢালাওভাবে দুর্নীতিবাজ আখ্যা দেওয়া সমীচীন নয়।

আরও পড়ুন: ‘ঘুষ না দিলে সেবা মেলে না’

 

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা