X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ছাত্রলীগের সাবেক নেতার ওপর হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:১২

ঢাবিতে ছাত্রলীগের সাবেক নেতার ওপর হামলার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

হামলার শিকার হামিদ হোসেন নামে ইসলামের ইতিহাস বিভাগের একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি প্রক্টর পেয়েছেন বলেও বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে হামিদ হোসেন বলেছেন, ‘গত বুধবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদে ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মনিরুল আলম খোর্শেদসহ তিনি (হামিদ হোসেন) কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুরতে যান। সেখানে তারা বসে গল্প করছিলেন। এ সময় কয়েকজন ছাত্র এসে সেখানে তাদের বসতে নিষেধ করেন এবং তাদের পরিচয় জানতে চান। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের পরিচয় দেন। কিন্তু ওই শিক্ষার্থীরা তারপরও তাদের সঙ্গে বাকবিতণ্ডাতায় জড়ান। পরে বিভিন্ন হল থেকে ২০ থেকে ২৫ জন এসে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, ‘হামলায় ছাত্রলীগের সাবেক ওই সদস্যের মাথা ফেটে যায়। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা গিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার মাথায় দুটো সেলাই দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মেহেদী হাসান দিপু, ভাষা বিজ্ঞান বিভাগের সঞ্জয় সরকার জয়, নৃবিজ্ঞান বিভাগের আলক হাজং ও ইংরেজি সাহিত্য বিভাগের মানস মন্ডলকে প্রধান হামলাকারী হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে।  এর মধ্যে সঞ্জয় সরকার জগন্নাথ হল শাখা ছাত্রলীগের উপ-বিতর্ক বিষয়ক সম্পাদক, মানস মন্ডল জগন্নাথ হল শাখা ছাত্রলীগের উপ-সেবা ও চিকিৎসাবিষয়ক সম্পাদক। মেহেদী হাসান দিপু ও আলক হাজং ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।

এ বিষয়ে মনিরুল আলম খোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কয়েকজন অভিভাবকদের নিয়ে শহীদ মিনারে ঘুরতে যাই। এ সময় কয়েকজন শিক্ষার্থী সেখানে চিৎকার করে তাদের বসতে নিষেধ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের পরিচয় দেয়া সত্ত্বেও জুনিয়রদের নিয়ে এসে আমার সঙ্গে থাকা ওই অভিভাবকদের ওপর তারা হামলা করে।’হামলাকারীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগকারী হামিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন,‘ আমাদের ওপর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি। আমরা তাদের উপযুক্ত বিচার দাবি করছি।’

অভিভাবক এরশাদ হোসেন বলেন, ‘আমরা কয়েকজন শহীদ মিনারে গেলে আমাদের কয়েকজন শিক্ষার্থী শহীদ মিনারে বসতে নিষেধ করেন। পরে আমাদের সঙ্গে থাকা মনির প্রতিবাদ করলে তারা মনিরের ওপর হামলা চালায়। ঘটনার একপর্যায়ে আমি তাকে রক্ষা করতে গেলে তারা আমার ওপরও হামলা চালায়।’

তবে অভিযুক্তরা হামলার বিষয়টি অস্বীকার করেছেন। সঞ্জয় সরকার বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না। জানতে চাইলে আলক হাজং বলেন, ‘হামলাতে আমি ছিলাম না। ওইদিন আমি ক্যাম্পাসের  বাইরে ছিলাম।’

 অভিযুক্ত মানস মন্ডল হামলার কথা অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন,' আমি হামলার ঘটনার সঙ্গে ছিলাম না ৷ সেদিন আমি হলে ছিলাম ৷'  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার কাছে অভিযোগ করা হয়েছে। আমি বিষয়টি দেখবো।’

/ওআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া