X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিদেশে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:০২

 

মালিগামী দুটি কন্টিনজেন্টের উদ্দেশে বক্তব্য রাখছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব অক্ষুণ্ন রাখার জন্য পুলিশ সদস্যদেরকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালিগামী দুটি কন্টিনজেন্টের পুলিশ সদস্যদের উদ্দেশে প্রি-ডেপ্লয়মেন্ট ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

শান্তিরক্ষী পুলিশ সদস্যদেরকে বাংলাদেশের দূত আখ্যায়িত করে আইজিপি বলেন, আপনারা প্রত্যেকে বিদেশের মাটিতে দেশকে তুলে ধরবেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আপনাদের পবিত্র দায়িত্ব। দেশের মর্যাদা হানিকর কোনও কাজে জড়িত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ শৃঙ্খলাবোধ ও উঁচুমানের নৈতিকতা বজায় রাখতে হবে। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী মিশন এলাকার জনগণের প্রতি সম্মান দেখাতে হবে।

এসময় পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেন তিনি।

ব্রিফিংয়ে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেন, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) এস এম রুহুল আমিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

মালি-১ ও মালি-২ এ দুটি কন্টিনজেন্টের প্রতিটিতে ১৪০ জন করে মোট ২৮০ জন পুলিশ সদস্য রয়েছেন। মালি-১ কন্টিনজেন্টের কমান্ডারের দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং মালি-২ কন্টিনজেন্টের কমান্ডার হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়। বাংলাদেশ পুলিশ  প্রায় ৩০ বছর ধরে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষায় অত্যন্ত সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। বাংলাদেশ পুলিশের ১৮ হাজার ৪২২ জন সদস্য ইতোমধ্যে সফলভাবে শান্তিরক্ষা মিশন শেষ করে দেশে ফিরে এসেছেন। বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ২০ জন নির্ভীক পুলিশ সদস্য বিশ্ববাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে রয়েছেন।

 

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়