X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বেশি ছাত্রী পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে: ব্যানবেইস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৩

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর কর্মশালায় অতিথিরা দেশের সবচেয়ে বেশি ছাত্রী পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে।  আর এই মাধ্যমেই সবচেয়ে বেশি নারী শিক্ষক রয়েছেন। এদিকে, সবচেয়ে কম ছাত্রী পড়ে কারিগরি ও ভোকেশেনালে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ব্যানবেইসের মতে, মাধ্যমিক-পরবর্তী শিক্ষা ক্ষেত্রে দেশে বর্তমানে ৮টি ধারা আছে। এগুলো হচ্ছে, স্কুল ও কলেজ বা সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা, পেশাগত শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় ও  ইংরেজি মাধ্যম। আগের তুলনায় ছাত্রীভর্তি ঊর্ধ্বমুখী হলেও বাড়ছে না শিক্ষিকার হার। প্রাথমিক পরবর্তী শিক্ষা স্তরে নারী শিক্ষকের হার খুবই কম। সর্বশেষ হিসাবে এই ৮ ধারায় প্রায় ২৫ শতাংশ নারী শিক্ষক আছেন। ছাত্রী  ৪৫ শতাংশ।

জরিপে বলা হয়েছে, স্কুলপর্যায়ে ছাত্রীর হার ৫৪ দশমিক ২ শতাংশ, কলেজ পর্যায়ে ৪৮ দশমিক ৩৮ শতাংশ, মাদ্রাসায় ৫৫ দশমিক ৫ শতাংশ, কারিগরি ও ভোকেশনালে ২৪ দশমিক ২৬ শতাংশ, পেশাগত কাজে ৪৫ দশমিক ৪৫ দশমিক ৫৩ শতাংশ, শিক্ষক প্রশিক্ষণে ৪০ দশমিক ৬১ শতাংশ, বিশ্ববিদ্যালয়ে ৩২ দশমিক ৫৭ শতাংশ ও ইংলিশ মিডিয়ামে ৫৯ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে স্কুল পর্যায়ে শিক্ষিকার হার ২৫ দশমিক ৬৩ শতাংশ, কলেজে ২৩ দশমিক  ৫৬, মাদ্রাসায় ১৩ দশমিক ১১, কারিগরি ও ভোকেশনালে ২০ দশমিকস ৪৩, পেশাগত শিক্ষায় ২৪ দশমিক ২৬, শিক্ষক প্রশিক্ষণে ২৪ দশমিক ৮১,বিশ্ববিদ্যালয়ে ২৬ দশমিক ২ ও ইংলিশ মিডিয়ামে ৪১ দশমিক ৭২ শতাংশ।

 ব্যানবেইসের জরিপের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। তিনি বলেন, ‘শিক্ষায় আমরা অনেক এগিয়ে গেছি। সবেচেয়ে বেশি এগিয়েছেন নারীরা। ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্রীভর্তির হারে শুধু সমতা অর্জনই নয়, ছাত্রের তুলনায় বেশি লেখাপড়া করছে। শিগগিরই উচ্চ মাধ্যমিক স্তরেও নারী শিক্ষায় সমতা অর্জন করবে।’

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘প্রাথমিক পরবর্তী স্তরে ছাত্রীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে। কিন্তু সেই তুলনায় শিক্ষিকার হার বাড়ছে না এটা অবশ্য হতাশার।’

অনুষ্ঠানের সভাপতি ব্যানবেইস মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ‘এবারের সমীক্ষার মূল বৈশিষ্ট্য ও লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন।’

 

/আরএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ